Mohammed Shami Reaction PM Narendra Modi: ফাইনাল হারের পর ড্রেসিং রুমে পিএম মোদী, কেমন লেগেছিল শামির? মুখ খুললেন তারকা পেসার

Last Updated:

Mohammed Shami Reaction PM Narendra Modi: ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিং রুমে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্লেয়ারদের সান্ত্বনা দেন তিনি। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি।

উত্তরপ্রদেশ: ১৯ তারিখ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। টানা ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে উঠে হারের পর স্বভাবতই হতাশায় ভেঙে পড়ে গোটা ভারতীয় দল। ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিং রুমে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্লেয়ারদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি।
উত্তর প্রদেশের নিজের গ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ শামি বলেন,”এমন কোনও কাজ খারাপ সময়ে দলের ক্রিকেটারদের মনের জোর অনেক বাড়ায়। ফাইনাল হারার পর প্রধানমন্ত্রী যখন আমাদের সঙ্গে কথা বলেন, সাহস বাড়ান তাতে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়ে। ফাইনাল হারের পর আমরা ভেঙে পড়েছিলাম। প্রধানমন্ত্রীর আমাদের ঘুড়ে দাঁড়াতে সাহায্য করে। এই অভিজ্ঞতা অন্য ধরনের অনুভূতি ছিল।”
advertisement
advertisement
প্রসঙ্গত, টিম ইন্ডিয়া ফাইনাল হারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায রোহিত শর্মা ও বিরাট কোহলির হাত ধরে সান্ত্বনা দিচ্ছেন তিনি। এছাড়া রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেন তিনি। শামি বুকে জড়িয়ে ধরে প্রশংসা করেন মোদী। কথা বলেন অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও। প্রধানমন্ত্রীর এহেন ব্যবহারে যে শামির মন ছুঁয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Shami Reaction PM Narendra Modi: ফাইনাল হারের পর ড্রেসিং রুমে পিএম মোদী, কেমন লেগেছিল শামির? মুখ খুললেন তারকা পেসার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement