EXCLUSIVE: আন্তর্জাতিক ম্যাচ চলাকালীনই শামির ঘরে এসকর্ট স্লাপাই করা হত : হাসিন

Last Updated:

হাসিনের দাবি, শামির নোংরামির কথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েও এখনও কোনও সুরাহা পাননি।

#কলকাতা: আন্তর্জাতিক ম্যাচের মধ্যেই শামির ঘরে এসকর্ট স্লাপাই করতেন কুলদীপ নামের এক ব্যক্তি। নিউজ ১৮ বাংলার স্টুডিওয়ে বসে নতুন বোমা ফাটালেন হাসিন জাহান। নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হাসিনের দাবি, শামির নোংরামির কথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েও এখনও কোনও সুরাহা পাননি।
এতদিন পাক নাগরিক আলিশবার সঙ্গে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির ঘনিষ্ঠতা নিয়ে চাঞ্চল্য চলছিল। তা দ্বিগুণ হল হাসিন জাহানের আরও বিস্ফোরক অভিযোগে। আন্তর্জাতিক ম্যাচের মধ্যেই রোজ রাতে সঙ্গিনী বদলাতেন মহম্মদ শামি। নিউজ ১৮ বাংলার স্টুডিওয়ে ভারতীয় ক্রিকেটারের সেক্স জীবন আরও একবার ফাঁস করলেন হাসিন। অভিযোগ করলেন, কুলদীপ নামের এক ব্যক্তি শামিকে এসর্কট স্লাপাই করতেন।
advertisement
গোটা ঘটনায় সংসারে প্রভাব পড়েছে ৷ আমি নিজেকে শান্ত রেখেছি ৷ আমি সততার সঙ্গে লড়ছি ৷ আমার ৩ সন্তান আমার প্রাণ ৷ মা হওয়ার সমস্ত কর্তব্য পালন করছি ৷ স্বামী হিসেবে ভালবাসি শামিকে ৷ তবে অপরাধ করলে শাস্তি পাবেই ৷ শামিকে অনেক বোঝানোর চেষ্টা করি ৷ হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করি ৷ দোষ স্বীকার করতে বলেছিলাম ৷ স্ত্রীয়ের মর্যাদা চেয়েছিলাম ৷ আমি যা ইচ্ছে পোস্ট করতে পারি ৷ যা খুশি করতে পারি বলে শামি ৷
advertisement
advertisement
হাসিনের আরও দাবি, 
আমার সব অভিযোগ সত্য ৷ শামি আমার সুন্দর জীবন নষ্ট করেছে ৷ আমার ফোন রেকর্ড করছে শামি ৷ অন্যের পরামর্শে ফোন রেকর্ড করছে ৷ আমার আগের বিয়ের কথা জানত শামি ৷ ডিভোর্স মামলায় শামিকে পাশে পেয়েছি ৷ গাড়ি করে সিউড়ি নিয়ে যেত শামি ৷ আমার মেয়েদের সঙ্গে সময়ও কাটাত শামি ৷ আমার ফ্ল্যাটেই আসত শামি ৷ শামির অত্যাচারের কথা অনেকেই জানে ৷ গ্রাম ও পরিবারের অনেককেই জানাই সেকথা ৷ দোষ প্রমাণ না হলে শামি বদলাবে না ৷ শামি একই আচরণ করে যাবে ৷ আমার নামে অভিযোগ তুলে লাভ নেই ৷ অভিযোগ প্রমাণ করতে হবে শামিকে ৷ শামি ডেবিট কার্ড আমায় দিয়েছিল ৷ তবে সেটা প্রয়োজনে ব্যবহারের জন্য ৷ কার্ড থেকে মাত্র ৮ হাজার টাকা খরচ করি ৷ সেই মেসেজ পেয়ে শামি হুমকি দেয় ৷ কোটি টাকা খরচের অভিযোগ মিথ্যে ৷ আমি যা খরচ করি ডায়েরিতে লিখে রাখি ৷ শামি খরচের হিসেব চায়,তাই সেগুলি লিখে রাখতাম ৷
advertisement
vlcsnap-2018-03-17-21h06m27s1
বিয়ের পরই শামির উপর যে তাঁর সন্দেহ শুরু হয়, সেকথা জানান হাসিন ৷ তিনি বলেন, 
ফেসবুক বন্ধু আলিশার সঙ্গে সম্পর্কে জড়ায় শামি ৷ বিয়ের আগে টুবা খানের সঙ্গে সম্পর্ক ছিল ওর ৷ পরিবার সমর্থন না করায় সে সম্পর্ক বেশিদূর এগোয়নি ৷ ২০১২-তে কেকেআরের চিয়ার লিডার ছিলাম আমি ৷ পার্টিতে শামির সঙ্গে পরিচয় হয় আমার ৷ প্রথমে ফোন নম্বর চেয়ে বন্ধুত্বের চেষ্টা করে ও ৷ বলেছিলাম আমি বিবাহিত,আমার দুই সন্তান রয়েছে ৷ তখন শামি কোনও সমস্যা নেই বলেই জানিয়েছিল ৷
advertisement
নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হাসিনের দাবি, এই লড়াইয়ে তিনি একা। গাড়ি থেকে ফোন পাওয়ার পর খানিকটা ধন্দ্বে ছিলেন। অবশেষে ‘এম’ লিখে প্যাটন আন-লক করেন তিনি। বেরিয়ে পড়ে শামির রঙিন জীবনের গল্প। যা তিনি জানান, আরও দুই ভারতীয় ক্রিকেটার উমেশ যাদব এবং ঋদ্ধিমান সাহার স্ত্রী তানিয়া এবং রোমিকে। ফোন করেছিলেন সিএবি প্রেসিডেন্টকেও ৷
advertisement
ক্লিনচিট নয়, শামির বিরুদ্ধে আরও কড়া হোক ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজ ১৮ বাংলার স্টুডিও থেকে বোর্ডকে বার্তা হাসিনের। সোমবার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিতে চলেছেন। তার আগে স্পষ্ট করলেন, ক্রিকেটার শামির কেরিয়ার নিয়ে আর ভাবছেন না তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
EXCLUSIVE: আন্তর্জাতিক ম্যাচ চলাকালীনই শামির ঘরে এসকর্ট স্লাপাই করা হত : হাসিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement