হোম /খবর /খেলা /
ফের বিপাকে আজহার ! এবার তাঁর বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ

ফের বিপাকে আজহার ! এবার তাঁর বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ

অভিযোগকারী সংস্থার বিরুদ্ধে পাল্টা ১০০ কোটি টাকার মানহানি মামলা করারও হুমকি দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

  • Last Updated :
  • Share this:

#হায়দরাবাদ: ফের অস্বস্তিতে মহম্মদ আজহারউদ্দিন ৷ প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে এবার উঠল আর্থিক প্রতারণার অভিযোগ ৷ আজহার-সহ মোট তিন জনের বিরুদ্ধে ২০.৯৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঔরাঙ্গাবাদের এক ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থার ৷ তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে আজহারউদ্দিন বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ৷ শুধুমাত্র খবরের হেডলাইনে থাকার জন্যই এমনটা করা হচ্ছে বলে দাবি তাঁর ৷ অভিযোগকারী সংস্থার বিরুদ্ধে পাল্টা ১০০ কোটি টাকার মানহানি মামলা করারও হুমকি দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

আজহারের বিরুদ্ধে অভিযোগ, মহারাষ্ট্রের দানিশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে তাঁর জন্য গত নভেম্বরে ২০.৯৬ টাকার বিমানের টিকিট কেনা হয়েছিল। কিন্তু, সেই অর্থ এখনও ট্রাভেল সংস্থাকে দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, প্রাক্তন ভারত অধিনায়কের আপ্ত সহায়ক মুজিব খানের প্রতিশ্রুতিতেই বিভিন্ন আন্তর্জাতিক বিমানের টিকিটগুলি কেনা হয়েছিল।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Mohammad Azharuddin