নিউজিল্যান্ডের ভিসা পেলেন আমির
Last Updated:
নির্বাসন কাটিয়ে বহু বছর পর আবার ক্রিকেটের মূলস্রোতে ফিরতে চলেছেন পাক পেসার মহম্মদ আমির ৷ সামনেই পাকিস্তানের নিউজিল্যান্ড সফর ৷ কিউইদের দেশে ভিসা শেষপর্যন্ত পাওয়া যাবে কি না, সেটা নিয়েই ছিল প্রশ্ন ৷ অবশেষে বৃহস্পতিবার সমস্ত চিন্তার অবসান ৷ নিউজিল্যান্ডে খেলতে আর কোনও বাধা নেই মহম্মদ আমিরের।
#লাহোর: নির্বাসন কাটিয়ে বহু বছর পর আবার ক্রিকেটের মূলস্রোতে ফিরতে চলেছেন পাক পেসার মহম্মদ আমির ৷ সামনেই পাকিস্তানের নিউজিল্যান্ড সফর ৷ কিউইদের দেশে ভিসা শেষপর্যন্ত পাওয়া যাবে কি না, সেটা নিয়েই ছিল প্রশ্ন ৷ অবশেষে বৃহস্পতিবার সমস্ত চিন্তার অবসান ৷ নিউজিল্যান্ডে খেলতে আর কোনও বাধা নেই মহম্মদ আমিরের। নিউজিল্যান্ড তাঁকে ভিসা মঞ্জুর করেছে। নিউজিল্যান্ডে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান ৷ আমিরের পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তী প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানও ৷ তিনি বলেন, ‘১৯ বছরের একটা বাচ্চা ছেলে কিছু ভুল করতেই পারে। আমিরও সেই ভুল করেছে। কিন্তু ও যে তার জন্য কতটা অনুতপ্ত, সেটাও বিচার করা দরকার। আমি চাই ও অতীতকে মুছে ফেলে মাঠে নেমে দুর্দান্ত ক্রিকেট উপহার দিক।’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2016 2:18 PM IST