Mithali Raj Retirement: অবসর ঘোষণা ! ক্রিকেটের সব ধরণের ফর্ম্যাট থেকে বিদায় নিলেন মিতালি রাজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mithali Raj Retirement: ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক মিতালি রাজ আজ, বুধবার তাঁর অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ৷
হায়দরাবাদ: ক্রিকেটের সবধরণের ফর্ম্যাট থেকে বিদায় জানালেন মিতালি রাজ (Mithali Raj Retirement) ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক আজ, বুধবার তাঁর অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ৷ সোশ্যাল মিডিয়ায় মিতালি লেখেন, ‘‘বছরের পর বছর ধরে এত ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ ৷ এবার দ্বিতীয় ইনিংসের জন্য তৈরি হচ্ছি ৷ আপনাদের শুভেচ্ছা এবং সমর্থন চাই ৷ ’’
Thank you for all your love & support over the years! I look forward to my 2nd innings with your blessing and support. pic.twitter.com/OkPUICcU4u
— Mithali Raj (@M_Raj03) June 8, 2022
advertisement
বিসিসিআইয়ের পক্ষ থেকে মিতালির উদ্দেশে ট্যুইটারে লেখা হয়, ‘‘ভারতীয় ক্রিকেটের জন্য আপনার অবদা অতুলনীয় ৷ আপনার দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারের জন্য অভিনন্দন মিতালি রাজ ৷ আপনার দ্বিতীয় ইনিংসের জন্য আমরা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ৷ ’’
advertisement
এদিকে আইসিসির মহিলা ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে নিজেদের জায়গা ধরে রাখলেন মিতালি রাজ ও স্মৃতি মান্ধানা। বোলারদের প্রথম দশে নিজের অবস্থান বজায় রেখেছেন ঝুলন গোস্বামী। অল-রাউন্ডারদের তালিকায় জায়গা বদল হয়নি দীপ্তি শর্মার। মেয়েদের ওয়ান ডে অল-রাউন্ডারের প্রথম দশে রয়েছেন ঝুলনও গোস্বামীও।
আইসিসির সদ্য প্রকাশিত ওয়ান ডে ব্যাটারদের তালিকায় মিতালি রাজ রয়েছেন ৭ নম্বরে। স্মৃতি মান্ধানা রয়েছেন ৯ নম্বরে। হরমনপ্রীত কউরের স্থান ১৪ নম্বরে। দীপ্তি শর্মা রয়েছেন ৩০ নম্বরে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2022 2:27 PM IST