Mithali Raj Retirement: অবসর ঘোষণা ! ক্রিকেটের সব ধরণের ফর্ম্যাট থেকে বিদায় নিলেন মিতালি রাজ

Last Updated:

Mithali Raj Retirement: ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক মিতালি রাজ আজ, বুধবার তাঁর অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ৷

হায়দরাবাদ: ক্রিকেটের সবধরণের ফর্ম্যাট থেকে বিদায় জানালেন মিতালি রাজ (Mithali Raj Retirement) ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক আজ, বুধবার তাঁর অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ৷ সোশ্যাল মিডিয়ায় মিতালি লেখেন, ‘‘বছরের পর বছর ধরে এত ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ ৷ এবার দ্বিতীয় ইনিংসের জন্য তৈরি হচ্ছি ৷ আপনাদের শুভেচ্ছা এবং সমর্থন চাই ৷ ’’
advertisement
বিসিসিআইয়ের পক্ষ থেকে মিতালির উদ্দেশে ট্যুইটারে লেখা হয়, ‘‘ভারতীয় ক্রিকেটের জন্য আপনার অবদা অতুলনীয় ৷ আপনার দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারের জন্য অভিনন্দন মিতালি রাজ ৷ আপনার দ্বিতীয় ইনিংসের জন্য আমরা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ৷ ’’
advertisement
এদিকে আইসিসির মহিলা ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে নিজেদের জায়গা ধরে রাখলেন মিতালি রাজ ও স্মৃতি মান্ধানা। বোলারদের প্রথম দশে নিজের অবস্থান বজায় রেখেছেন ঝুলন গোস্বামী। অল-রাউন্ডারদের তালিকায় জায়গা বদল হয়নি দীপ্তি শর্মার। মেয়েদের ওয়ান ডে অল-রাউন্ডারের প্রথম দশে রয়েছেন ঝুলনও গোস্বামীও।
আইসিসির সদ্য প্রকাশিত ওয়ান ডে ব্যাটারদের তালিকায় মিতালি রাজ রয়েছেন ৭ নম্বরে। স্মৃতি মান্ধানা রয়েছেন ৯ নম্বরে। হরমনপ্রীত কউরের স্থান ১৪ নম্বরে। দীপ্তি শর্মা রয়েছেন ৩০ নম্বরে।
বাংলা খবর/ খবর/খেলা/
Mithali Raj Retirement: অবসর ঘোষণা ! ক্রিকেটের সব ধরণের ফর্ম্যাট থেকে বিদায় নিলেন মিতালি রাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement