IPL 2024 Final: সমালোচকদের ‘থোঁতা মুখ ভোঁতা’ করে দিলেন মিচেল স্টার্ক, Ball Of IPL করলেন কেকেআরের তারকা, রইল ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2024 Final: প্রতি বলে কত টাকা আর হিসেব করছেন না ফ্যানরা, KKR vs SRH ফাইনালে কাজ দিয়ে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের
চেন্নাই: মিচেল স্টার্ককে কেন ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, আজ বসে কেউ কী হিসেব করছেন নাকি! নাকি নিজেদের আগে বলা কথাগুলি গিলে নিয়ে বলছেন ‘ক্লাস ইজ পার্মানেন্ট ফর্ম ইজ টেম্পোরারি’- আইপিএল ফাইনালে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে মিচেল স্টার্কের বোলিং পারফরম্যান্স ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট দেন তিনি৷
IPL Play offতে দারুণ বোলিং করেছিলেন ফলে আইপিএলের গ্রুপ পর্বে হতাশাজনক শুরু থেকে দুর্দান্তভাবে ফিরে আসেন তিনি৷ আর আইপিএল ফাইনালে তিনি যে বলটি করে অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তাতে তিনি একেবারে হিল্লোল তৈরি করে দেন৷
advertisement
advertisement
দেখে নিন সেই বল অফ দ্য আইপিএল
AN ABSOLUTE RIPPER! 🤩
As spectacular as it gets from Mitchell Starc ⚡️
He gets the in-form Abhishek Sharma early 🔥
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall pic.twitter.com/K5w9WIywuR
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
advertisement
ডেলিভারিটি লেগ-স্টাম্পের লাইনে থেকে ছিটকে যাওয়ার আগে এবং শেষ পর্যন্ত অভিষেককে বোকা বানিয়ে দেয় এবং অফ-স্টাম্প উড়িয়ে দেয়৷
—- Polls module would be displayed here —-
এদিন, SRH অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে কেকেআরের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেছিলেন “আমরা প্রথমে ব্যাট করব। দেখতে ভালো উইকেটের মতো, অন্য রাতে অন্য উইকেটে খেলেছি। অন্য রাতের খেলায় কোন শিশির ছিল না, আমাদের একটি স্টাইল আছে যা সবসময় কাজ করে না, কিন্তু যখন এটি করে, তখন এটি খুবই ক্ষতিকর। আমি প্রথমে ব্যাট করতে চাই।’’
advertisement
এদিকে কেকেআর বোলিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ৷ ১৮.৩ ওভারে ১১৩ রানে আউট হয়ে যায় এসআরএইচ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 9:58 PM IST