Cyclone Remal: পশ্চিমবঙ্গের থেকে আর ২০০ কিমি দূরত্বও নেই! তোলপাড় করা শক্তি নিয়ে গভীর রাতের অন্ধকার হাহাকার তুলবে সাইক্লোন

Last Updated:
Cyclone Remal: ১৩৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে প্রবল বিক্রমে ফুঁসতে ফুঁসতে ঢুকবে সাইক্লোন, সাবধান সকলেই
1/6
আরও এগিয়ে এল সাইক্লোন৷ আইএমডির সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে আরও এগিয়ে এল ৷ বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রচুর জলকণা সংগ্রহ করে ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভূমির দিকে এগিয়ে চলেছে৷ Photo- AP
আরও এগিয়ে এল সাইক্লোন৷ আইএমডির সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে আরও এগিয়ে এল ৷ বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রচুর জলকণা সংগ্রহ করে ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভূমির দিকে এগিয়ে চলেছে৷ Photo- AP
advertisement
2/6
আইএমডির সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ১৮০ কিমি দূরে, বাংলাদেশের মংলা থেকে ২২০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ১৬০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে, ক্যানিং থেকে ১৯০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷ Photo- AP
আইএমডির সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ১৮০ কিমি দূরে, বাংলাদেশের মংলা থেকে ২২০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ১৬০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে, ক্যানিং থেকে ১৯০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷ Photo- AP
advertisement
3/6
অর্থাৎ আর ২০০ কিমি  দূরত্বও নেই সাইক্লোনের স্থলভূমি থেকে৷ অন্যদিকে অঙ্কের যা হিসেব তাতে আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে ল্যান্ডফল হচ্ছেই৷  আইএমডি সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে বাংলাদেশের মংলার কাছেই হচ্ছে ল্যান্ডফল৷ Photo- AP
অর্থাৎ আর ২০০ কিমি  দূরত্বও নেই সাইক্লোনের স্থলভূমি থেকে৷ অন্যদিকে অঙ্কের যা হিসেব তাতে আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে ল্যান্ডফল হচ্ছেই৷  আইএমডি সর্বশেষ ওয়েদার আপডেট অনুসারে বাংলাদেশের মংলার কাছেই হচ্ছে ল্যান্ডফল৷ Photo- AP
advertisement
4/6
Accuweather-র ওয়েদার আপডেট অনুসারে এই মুহূর্তে কলকাতার উপর দিয়ে ঘণ্টা৷ ৭০ -৮৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাচ্ছে হাওয়া৷ এই গতিবেগ যত বাড়বে তত আরও হাওয়ার গতিবেগও বৃদ্ধি পাবে৷
Accuweather-র ওয়েদার আপডেট অনুসারে এই মুহূর্তে কলকাতার উপর দিয়ে ঘণ্টা৷ ৭০ -৮৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাচ্ছে হাওয়া৷ এই গতিবেগ যত বাড়বে তত আরও হাওয়ার গতিবেগও বৃদ্ধি পাবে৷
advertisement
5/6
এই  Cyclone Remal-র প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ উপকূলীয় জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হবে এই severe cyclonic storm Reamal -র জেরে৷
এই  Cyclone Remal-র প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ উপকূলীয় জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হবে এই severe cyclonic storm Reamal -র জেরে৷
advertisement
6/6
আগামী দুদিন প্রথমে কলকাতা, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, বর্ধমান সব পেরিয়ে নদিয়া, মুর্শিদাবাদেও এই প্রবল ঝড় বৃষ্টির প্রভাব জারি থাকবে৷
আগামী দুদিন প্রথমে কলকাতা, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, বর্ধমান সব পেরিয়ে নদিয়া, মুর্শিদাবাদেও এই প্রবল ঝড় বৃষ্টির প্রভাব জারি থাকবে৷
advertisement
advertisement
advertisement