Malda News: একের পর এক সাফল্যের পর এবার আন্তর্জাতিক স্তরে! এশিয়ান ইউথ গেমসে মালদহের মিষ্টি কর্মকার
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: জাতীয় স্তরের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। এবার দেশের হয়ে আন্তর্জাতিক এশিয়ান ইউথ গেমসে খেলতে যাবে মালদহের মিষ্টি কর্মকার।
মালদহ, জিএম মোমিন: জাতীয় স্তরের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। এবার দেশের হয়ে আন্তর্জাতিক এশিয়ান ইউথ গেমসে খেলতে যাবে মালদহের মিষ্টি কর্মকার। এর আগে একাধিকবার রাজ্য থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিষ্টি কর্মকার। এবারে জাতীয় স্তরকে ঝাঁপিয়ে আন্তর্জাতিক স্তরে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে মিষ্টি কর্মকার। তার এমন সাফল্যে খুশির হাওয়া পরিবার সহ জেলা জুড়ে।
আগামী অক্টোবর মাসের ২২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাহরিনের মানামায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এশিয়ান ইউথ গেমস। সেখানে অনূর্ধ্ব ১৮ বালিকা বিভাগে দেশের হয়ে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মিষ্টি কর্মকার। মালদহের ইংরেজবাজার পৌরসভার কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা মিষ্টি কর্মকার। বাবা সঞ্জয় কর্মকার পেশায় একজন রেলের হকার। মা সুচিত্রা কর্মকার গৃহবধূ। বর্তমানে মালদহ রেলওয়ে হাই স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনা করে মিষ্টি।
advertisement
এদিন অংশগ্রহণ করতে যাওয়ার আগে তাঁর সাফল্যতা কামনা করে শুভেচ্ছা জানান হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ চক্রবর্তী জানান, “খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী ছাত্রী মিষ্টি কর্মকার। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও সে এত বড় সাফল্য পেয়েছে। তার স্কুলের একজন প্রধান শিক্ষক হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে। স্কুল সবসময় তার পাশে রয়েছে। আমরা তার সাফল্য কামনা করছি।”
advertisement
advertisement
পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “মিষ্টি কর্মকার জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েছে। এবছর আন্তর্জাতিক স্তরে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশ নেবে। আমরা আশাবাদী সে ভাল খেলবে এবং শুধু জেলা বা রাজ্য নয় সারা দেশের নাম উজ্জ্বল করবে।”
আরও পড়ুনঃ Abhishek Sharma: এবার অভিষেকের ব্যাটিং তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশ! একের পর এক স্মরণীয় ইনিংস
advertisement
আর্থিক প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়েনি সে। নিয়মিত প্রশিক্ষণের পর আজ জাতীয় স্তরের চ্যাম্পিয়ন মালদহের মিষ্টি কর্মকার। রাজ্য এবং জাতীয় স্তরে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় একাধিকবার নজর কাড়া সফলতা অর্জনের পর এবারে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিবে মালদহের মিষ্টি। তার এমন সাফল্যের পর আশায় বুক বেঁধেছেন জেলাবাসী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 9:12 PM IST