এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিকের প্রস্তুতি, জাতীয় গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

Last Updated:

মীরাবাঈ চানুকে প্রায় সমানে সমানে টক্কর দেন সঞ্জিতা। ১৮৭ কেজি তুলে রুপো জেতেন তিনি। তৃতীয় স্থানে স্নেহা সোরেন। ১৬৯ কেজি তুলে ব্রোঞ্জ জেতেন তিনি।

#গান্ধিনগর: ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে পদক। গত বছর টোকিও অলিম্পিক্সে রুপো জয়। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জয়। ভারতের প্রথম মহিলা ভারোত্তলক হিসেবে পরপর তিনটি আন্তর্জাতিক ইভেন্টে পদক জিতে ইতিহাসের পাতায নাম তুলে ফেলেছিলেন মণিপুরের মীরাবাঈ চানু। ফলে গুজরাটে চলতি ৩৬তম জাতীয় গেমসে ফেভারিটের তকমা নিয়েই নেমেছিলেন তারকা ভারোত্তলক। আত্মবিশ্বাসেরও কোনও অভাব ছিল না অলিম্পিক্স পদক জয়ীর। আর সোনা জিতে সকলের প্রত্য়াশা পূরণ করলেন মীরাবাঈ চানু।
৩৬তম জাতীয় গেমসে নিজের রাজ্য় মণিপুরের হয়ে অংশ নেন মীরাবাঈ চানু। মহিলাদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে নামেন তারকা ভারোত্তলক। ক্লিন অ্য়ান্ড জার্ক ও স্ন্য়াচ নিজের নিকটতম প্রতীদ্বন্দ্বীর থেকে ৪ কেজি বেশি ওজন তুলে সোনা জয় নিশ্চি করেন মীরাবাঈ চানু। মোট ১৯১ কেজি তোলেন তিনি। স্ন্যাচে মীরাবাঈ প্রথম প্রয়াসে তোলেন ৮১ কেজি। এরপর দ্বিতীয় প্রয়াসে অনায়াসেই চানু তুলে নেন ৮৪ কেজি। সেই সময় বাকি প্রতিযোগীদের থেকে ৩ কেজি এগিয়ে ছিলেন চানু। তাই তিনি আর তৃতীয় প্রয়াস করেননি।
advertisement
advertisement
এরপর ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রয়াসে চানু তোলেন ১০৩ কেজি। ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে তোলেন ১০৭ কেজি। সোনা জয়ের পর সোশ্য়াল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেন মীরাবাঈ চানু। ট্য়ুইটারে তিনি লেখেন,'গুজরাতে ৩৬তম জাতীয় গেমসে সোনা জিতে খুশি হয়েছি'। সোনা জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসেন মীরাবাই চানু।
advertisement
প্রসঙ্গত, মীরাবাঈ চানুকে প্রায় সমানে সমানে টক্কর দেন সঞ্জিতা। ১৮৭ কেজি তুলে রুপো জেতেন তিনি। তৃতীয় স্থানে স্নেহা সোরেন। ১৬৯ কেজি তুলে ব্রোঞ্জ জেতেন তিনি। তবে জাতীয় গেমসের মঞ্চে সোনা জয়ের মধ্য় দিয়ে আসন্ন এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিকের প্রস্তুতি মীরাবাঈ চানু শুরু করে দিলেন মীরাবাঈ চানু।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিকের প্রস্তুতি, জাতীয় গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement