Mohun Bagan vs East Bengal: মোহনকে ৪-০ গোলে দাপুটে জয় ইস্টবেঙ্গলের, লাল-হলুদ সমর্থকরা আনন্দের জোয়ারে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mohun Bagan vs East Bengal: কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়েছিল মোহনবাগান।
কলকাতা: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বিতে যখন ‘দাদা’-রা নিয়মিত ফ্যানদের নিরাশাই উপহার দিচ্ছেন সেখানে খুদে ফুটবলাররা ইস্টবেঙ্গল ফ্যানদের আনন্দময় শনিবার দিলেন৷ প্রায় ফের একবার মোহনবাগানকে ৫-০ স্কোরলাইনে হারাতে হারাতে, হারানো হল না ইস্টবেঙ্গলের৷ অনুর্ধ্ব ১৭ ডার্বিতে মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারাল ৪-০ গোলে৷
কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়েছিল মোহনবাগান। শনিবার অনূর্ধ্ব ১৭ যুব লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল পাঁচ গোল দিলেও একটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি৷ ফলে ৪-০ ব্যবধানে হেরে গেল মোহনবাগান।
এদিন দারুণ খেলে ইস্টবেঙ্গল বারবার আক্রমণে ভেসে যায় মোহন রক্ষণ ৷ প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে৷ গুণরাজের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল৷ পেনাল্টি থেকে গোল করে যান গুণরাজ৷
advertisement
advertisement
আরও পড়ুন – Indian Cricket Team: বাংলার ছেলের ভারতীয় দলে সুযোগ, দুই হেভিওয়েট নেই দলে, কারণ কী জানাল বোর্ড
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড়ে গোল করে যান গ্রেওয়াল, দীপু সর্দার, অ্যালফ্রেড লালরিনপুইয়া এবং দেবজিৎ রায়। ইস্টবেঙ্গলের একটি গোল অফসাইডের জন্য বাতিল না হলে লাল-হলুদ শিবিরে ফিরে আসত ৫-০ ব্যবধানে ডার্বি জয়ের স্মৃতি। এ দিন মোহনবাগান মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গলের। তাদের আগ্রাসী ফুটবলের সামনে সে ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মোহনবাগান রক্ষণ। ম্যাচের সেরা ফুটবলার হয়েছে গুণরাজ।
advertisement
যুব লিগের ডার্বির আগে প্রস্তুতি নিয়ে চিন্তায় ছিল উভয় শিবিরই। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কোচেরা চেয়েছিলেন, আরও কয়েকটি ম্যাচ খেলার পর ডার্বিতে মুখোমুখি হতে। যদিও আগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতেছিল মোহনবাগান। অন্য দিকে, মহমেডান স্পোটিংকে ৩-২ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 4:32 PM IST