MI vs PBKS: কলকাতায় নাকি বৃষ্টি হবে! তাই ইডেনে হয়নি ম্যাচ! আহমেদাবাদে আজ কী হল? ক্ষুব্ধ অরূপ
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
১লা জুন, ২০২৫ কলকাতায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর এমন পূর্বাভাস দেওয়ার আগে বিসিসিআই হয়ে উঠেছিল 'হাওয়া অফিস'! বৃষ্টির দোহাই দিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
কলকাতা: ১লা জুন, ২০২৫ কলকাতায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর এমন পূর্বাভাস দেওয়ার আগে বিসিসিআই হয়ে উঠেছিল ‘হাওয়া অফিস’! বৃষ্টির দোহাই দিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই কর্তারা আচমকা আবহাওয়াবিদ হয়ে না উঠলে আজকের পঞ্জাব-মুম্বই ম্যাচ হয়তো হত ইডেনে!
পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আহমেদাবাদে। আইপিএলের প্লে-অফ ইডেন থেকে সরানো হয়েছিল বৃষ্টির কারণ দেখিয়ে। আর রবিবার বিসিসিআই-এর মুখ পোড়াল সেই বৃষ্টিই! রবিবার কলকাতায় বৃষ্টি হয়নি। উল্টে আহমেদাবাদে বৃষ্টি এমন হল যে ম্যাচ শুরু হল রাত ৯.৪৫ মিনিটে।
আরও পড়ুন- IPL এবার জিতবে কে? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী! ডেভিড ওয়ার্নার বেছে নিলেন ‘চ্যাম্পিয়ন’
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এদিন বলেন, ”আমি আগেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলাম, ইডেন থেকে প্লে অফ এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এদিন এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল। বিসিসিআই ও আইপিএলের গভর্নিং বডি যে স্যাটেলাইটের থ্রু দিয়ে আবহাওয়াবিদ হয়ে বলেছিল, এই সময় কলকাতয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে ইডেন থেকে প্লে অফ ও ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া হল গুজরাতে, সেই স্যাটেলাইট যে আবহাওয়া সংক্রান্ত বিষয় নয়, রাজনৈতিক সংক্রান্ত বিষয়, এই রিপোর্ট দিয়েছিল তা এদিন পরিষ্কার বোঝা গেল।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, ”সম্পূর্ণ রাজনৈতিক কারণে কলকাতার ক্রিকেটপ্রেমীরা বঞ্চিত হলেন। যে স্যাটেলাইটের মাধ্যমে আজ কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই স্যাটেলাইট ধরতেই পারল না যে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও বৃষ্টি হতে পারে। কারণটা কোনওভাবেই আবহাওয়া সংক্রান্ত নয়,পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাংলাকে বঞ্চনা করার লক্ষ্য নিয়ে করা।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2025 11:14 PM IST








