MI vs KKR: ঈশান, সূর্যের ব্যাটে উড়ে গেল কেকেআর, আইপিএলের দ্বিতীয় জয় তুলে নিল মুম্বই
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: প্রথম ছয় ওভার পাওয়ার প্লের শেষে মুম্বইয়ের রান ছিল ৭২/১। রোহিত শর্মা ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে ১৩ বলে ২০ করে গেলেন। দুটি ছক্কা এবং একটি চার মেরে। কিন্তু ঈশান কিষান এবং সূর্য কুমার এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুম্বইকে। ঈশানকে পুরনো চেনা মেজাজে দেখা যাচ্ছিল। ২৫ বলে ৫৮ করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন।
সূর্য কুমার যেন হারানো ফর্ম ফিরে পেলেন। তার সিগনেচার শট খেললেন বেশ কয়েকবার। ১০ ওভার শেষে মুম্বইয়ের রান ছিল ১১০/২। সুনীল নারিন আজ প্রচুর রান দিলেন। তিলক বর্মাও ব্যাট হাতে যথেষ্ট অবদান রাখেন। রাসেল বল করতে এলেন ১৩ ওভারের মাথায়। ততক্ষণে ম্যাচ পুরো ধরে ফেলেছে মুম্বই। সূর্য কুমারের ছন্দ ফেরা বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তি।এরপর তিলক বর্মা আউট হয়ে গেলেও টিম ডেভিড এসে কিছু আক্রমণাত্মক শট খেলেন।
advertisement
Match 22. Mumbai Indians Won by 5 Wicket(s) https://t.co/CcXVDhfzmi #TATAIPL #MIvKKR #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
advertisement
নীতিশ রানা শেষ ম্যাচে ইডেনে দুর্দান্ত ব্যাটিং করলেও আজ ছয় মারতে গিয়ে ৫ রান করে ফিরলেন। কেকেআর অধিনায়ক আজ সম্পূর্ণ ব্যর্থ। শর্দুল ঠাকুর নেমেই প্রায় আউট হয়ে গিয়েছিলেন। ঈশান স্টাম্প না করতে পারার কারণে বেঁচে যান। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার ২৪ বলে ৫০ পূর্ণ করলেন। পায়ে আঘাত নিয়েও দুর্দান্ত লড়াই করলেন তিনি।
advertisement
মজার ব্যাপার কেকেআর ইনিংসে ১১ ওভার পর্যন্ত একমাত্র ভেঙ্কটেশ ছাড়া আর কেউ বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারেনি এদিন। উইকেটের চারিদিকে শট মারলেন ভেঙ্কটেশ। নিজের আইপিএল ক্যারিয়ারের এক ইনিংসের সর্বোচ্চ রান করলেন এদিন। শর্দুল ফিরে গেলেন ১১ করে। মুম্বই ইন্ডিয়ান্স অসাধারণ ফিল্ডিং করেছে এদিন।
সূর্য কুমার আউট হয়ে গেলেও জয় পেতে অসুবিধা হয়নি রোহিত শর্মার দলের। ডেভিড এবং গ্রিন মিলে বাকি কাজটা সেরে ফেললেন। জলে গেল ভেঙ্কটেশের সেঞ্চুরি। বোঝা গেল কেকেআর শেষ কয়েকটা ওভারে রান তুলতে না পেরে সর্বনাশ করেছিল। ঘরের মাঠে সানরাইজার্স ম্যাচ হারার পর এবার মুম্বইয়ের বিরুদ্ধে হার। ভাবার সময় এসেছে নাইট ব্রিগেডের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 7:25 PM IST