মেসি কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকেরা? বৃহস্পতিবারেও পিছিয়ে গেল শুনানি...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আজ বৃহস্পতিবার বিধাননগর আদালতে সেই আবেদনের শুনানি থাকলেও দায়িত্বপ্রাপ্ত বিচারক না থাকায় শুনানি পিছিয়ে গেল। আগামী ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন।
কলকাতা: মেসি কাণ্ডে দর্শকেরা টাকা ফেরত পাবেন কিনা সে ব্যাপারে আজ বৃহস্পতিবারও শুনানি হল না বিধাননগর আদালতে। পুলিশের তরফ থেকে টিকিট বিক্রির সব টাকা ফেরতের জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিধাননগর আদালতে সেই আবেদনের শুনানি থাকলেও দায়িত্বপ্রাপ্ত বিচারক না থাকায় শুনানি পিছিয়ে গেল। আগামী ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন।
advertisement
তদন্তে উঠে এসেছে, মাঠে প্রবেশের পর লিওনেল মেসির গায়ে ও পিঠে একাধিকবার হাত দেওয়ার ঘটনা ঘটে। এতে মেসি বিরক্ত হয়ে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। নিরাপত্তারক্ষীরা গোটা পরিস্থিতির কথা শতদ্রু দত্তকে জানালে, তিনি তড়িঘড়ি অ্যানাউন্সমেন্ট করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। দেড় ঘণ্টার জন্য নির্ধারিত অনুষ্ঠান মাত্র কুড়ি মিনিটের মধ্যেই শেষ করে মাঠ ছাড়েন মেসি। তদন্তকারীদের কাছে শতদ্রু দত্ত জানান, মেসি মাঠে ঢোকার পর কতক্ষণ থাকবেন, তা নিয়ে যে ফ্লোচার্ট আগে থেকেই তৈরি করা হয়েছিল, মাঠে প্রবেশের পরই সেই পুরো পরিকল্পনা ভেঙে পড়ে। তিনি শুধু আয়োজন করেছিলেন, শনিবারের বিশৃঙ্খলার জন্য তিনি কোনওভাবেই দায়ী নয় বলে জানিয়েছিলেন ধৃত শতদ্রু দত্ত। তবে দর্শকেরা টাকা ফেরত পাবেন কিনা সে ব্যাপারে আজ বৃহস্পতিবারও শুনানি হল না বিধাননগর আদালতে।
advertisement
মেসিকে দেখার জন্য দর্শকেরা মোটা টাকার টিকিট কেটেছিলেন। কিন্তু মেসিকে তাঁরা ঠিকমতো দেখতেই পাননি বলে অভিযোগ। তারপরেই টাকা ফেরতের দাবি উঠেছিল দর্শকদের মধ্য থেকেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 7:50 PM IST










