চারিদিকে শুধু 'চুরি'! এবার বিরাট গড়াপেটা ভারতীয় ফুটবলে! এই ভিডিও দেখলে রাগ হবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Corruption in delhi football league: দিল্লি ফুটবল লিগে আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির ম্যাচে এমন ঘটনা ঘটল, যা দেখে আপনিও মনে মনে প্রচণ্ড ক্ষুব্ধ হবেন হয়তো! গড়াপেটার অভিযোগ।
নয়াদিল্লি: চারপাশে যে কোনও ক্ষেত্রে শুধুই চুরি। এবার বিরাট গড়াপেটার কাণ্ড ভারতীয় ফুটবলে। আমাদের মধ্যে অনেকেই ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে আফসোস করি।
আমরা দাবি করি, গত ২০ বছরে ভারতীয় ফুটবল এক ইঞ্চিও এগোয়নি। দাবিটা ঠিক না বেঠিক, তা তর্কসাপেক্ষ। তবে ভারতীয় ফুটবলে এবার যা ঘটল, তাতে দাবি করাই যায়, এভাবে চললে আগামী ১০০ বছরেও উন্নতির কোনও লক্ষণ নেই।
আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির ম্যাচে এমন ঘটনা ঘটল, যা দেখে আপনিও মনে মনে প্রচণ্ড ক্ষুব্ধ হবেন হয়তো! কলকাতা ময়দানে ভিক্টোরিয়া গড়াপেটার ঘটনা এখনও অনেকের মনে আছে নিশ্চয়ই। সেই ম্যাচে ২২৬টি গোল হয়েছিল। তবে সেবার কোনও ফুটবলার নিজের গোলের জালে বল জড়াননি।
advertisement
advertisement
আরও পড়ুন- সৌরভ তাঁর ‘পুরনো প্রেম’! দাদাকে ‘স্বামী’ বলে ভাবতেন এই মেয়ে! কোনও রাখঢাক নেই
সম্প্রতি দিল্লি ফুটবল লিগে যে কাণ্ডটা ঘটল, তা দেখে আপনার রীতিমতো রাগ হবে। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির ম্যাচে নিজের গোলের জালেই বল জড়ালেন ফুটবলাররা।
ভারতীয় ফুটবলের বিদ্রোহী কর্তা রঞ্জিত বাজাজ এই ভিডিও সবার প্রথমে শেয়ার করেন। তার পর সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আহবাব এফসি-র এক ডিফেন্ডার নিজের গোলেই বল জড়িয়ে দেন। তাও ম্যাচের প্রায় শেষের দিকে।
advertisement
This is what ISL referees & ISL linesman do in state leagues & then they are again given ISL matches- there is no accountability or transparency in any league in india- can’t believe how that can be a penalty 94 th minute – it’s a huge statement I am making but DELHI SENIOR… pic.twitter.com/IiJVTXYZnB
— Ranjit Bajaj (@THE_RanjitBajaj) January 18, 2024
advertisement
আরও পড়ুন- Retirement: বঞ্চনার শিকার! দীর্ঘ দিন পাননি সুযোগ, অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও আশ্বাস দিয়েছেন, এই ঘটনার জন্য তদন্ত কমিটি হবে। তেমন হলে দিল্লি ফুটবল সংস্থাকে নির্বাসিত করা হতে পারে। ওই ক্লাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের আজীবন নির্বাসিত করা হতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 2:02 PM IST