Martin Guptill new record : বিরাটের রেকর্ড ভাঙলেন, টি টোয়েন্টি ফরম্যাটে এখন শীর্ষ আসন মার্টিন গাপটিলের

Last Updated:

Martin Guptill becomes leading run scorer in T20 . রাঁচিতে টি ২০ আন্তর্জাতিকের নয়া বিশ্বরেকর্ডটি গড়ে ফেললেন মার্টিন গাপটিল। বিরাট কোহলির সর্বাধিক রানের নজির টপকাতে কিউয়ি ওপেনারের দরকার ছিল ১১ রান। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই বিরাটকে টপকে গেলেন গাপটিল

টি টোয়েন্টিতে অনন্য নজির মার্টিন গাপটিলের
টি টোয়েন্টিতে অনন্য নজির মার্টিন গাপটিলের
ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই বিরাটকে টপকে গেলেন গাপটিল। প্রথম দুটি বলে চার মারলেন। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে গাপটিলের শটে উঁচু ক্যাচ তালুবন্দি করতে পারেননি লোকেশ রাহুল, ২ রান হয়। পঞ্চম বলে রান হয়নি। তবে ষষ্ঠ বলে চার মেরে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক হলেন গাপটিল। টি ২০ আন্তর্জাতিকে এদিন কেরিয়ারের ১১১তম ম্যাচটি খেলছেন মার্টিন গাপটিল। ১০৭তম ইনিংসে বিরাট কোহলির থেকে ছিনিয়ে নিলেন বিশ্বরেকর্ড।
advertisement
advertisement
৯৫টি টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলি ৮৭টি ইনিংসে ২৫ বার অপরাজিত থেকে ৩,২২৭ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৯৪। গড় ৫২.০৪, স্ট্রাইক রেট ১৩৭.৯০। ২৯টি অর্ধশতরান রয়েছে। তিনবার আউট হয়েছেন শূন্য রানে। ২৯০টি চার ও ৯১টি ছক্কা হাঁকিয়েছেন। এদিনের ইনিংসের আগে গাপটিল ১১০টি ম্যাচে ১০৬টি ইনিংসে ৩,২১৭ রান করেছিলেন। সর্বাধিক ১০৫। গড় ৩২.৪৯, স্ট্রাইক রেট ১৩৬.১৯। ২টি শতরান ও ১৯টি অর্ধশতরান ছিল কিউয়ি ওপেনারের। বিরাটের মতো তিনিও তিনবার শূন্যে আউট হয়েছেন।
advertisement
গাপটিলের পরেই তৃতীয় স্থানে রোহিত শর্মা। এ ছাড়া প্রথম একাদশে যাঁরা রয়েছেন তাঁরা হলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, আয়ারল্যান্ডের পিটার স্টার্লিং, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজ ও শোয়েব মালিক, দশম স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। মনে হচ্ছিল গাপটিল ধ্বংসলীলা চালাবেন। ভুবনেশ্বর কুমারের বাউন্সার হেলমেটে লাগার পরেও গুটিয়ে যাননি।
advertisement
দীপক চাহার এর বলে বিশাল ছক্কা মারলেন। এর পরেই দেখা গেল রোহিত শর্মা এগিয়ে এসে চাহারকে কিছু একটা উপদেশ দিলেন। পরের বলেই মারতে গিয়ে উঁচু ক্যাচ দিয়ে ফিরলেন নিউজিল্যান্ড ওপেনার। ১৫ বলে করে গেলেন ৩১ রান। তিনটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি মারলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার টি টোয়েন্টিতে এখন শীর্ষ আসন তার।
বাংলা খবর/ খবর/খেলা/
Martin Guptill new record : বিরাটের রেকর্ড ভাঙলেন, টি টোয়েন্টি ফরম্যাটে এখন শীর্ষ আসন মার্টিন গাপটিলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement