SC East Bengal vs Odisha FC: ওড়িশার বিরুদ্ধে আজ জিতেই মাঠ ছাড়তে চায় মারিওর লড়াকু ইস্টবেঙ্গল

Last Updated:

SC East Bengal looking to avenge Odisha FC in ISL. আইএসএল প্রতিশোধ ম্যাচে আজ ওড়িশাকে হারাতে মরিয়া লাল হলুদ

 মার্সেলো এবং স্প্যানিশ ফুটবলার ফ্রান্সিস্কো আজ নিজেদের মেলে ধরতে পারেন কিনা সেটাই দেখার
মার্সেলো এবং স্প্যানিশ ফুটবলার ফ্রান্সিস্কো আজ নিজেদের মেলে ধরতে পারেন কিনা সেটাই দেখার
বরং গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও দল যেভাবে কামব্যাক করেছিল, সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য মারিও’র। রবিবার লাল-হলুদ কোচ জানান, চেন্নাই ম্যাচে দ্বিতীয়ার্ধে দল যে ফুটবলটা মেলে ধরেছে, তা এখনও পর্যন্ত সেরা। কলকাতা ডার্বির দ্বিতীয় লেগের প্রথমার্ধেও আমরা কিছুটা একইরকম ছন্দে শুরু করেছিলাম। আগামী ম্যাচে এই ধারাটা বজায় রাখতে হবে।
advertisement
advertisement
১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। হাতে বাকি আর পাঁচটি ম্যাচ। তবে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ায় বাকি ম্যাচগুলিতে ফুটবলাররা কতটা মোটিভেট হতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও লাল-হলুদ কোচ জানাচ্ছেন, পেশাদার ফুটবলের প্রতিটি ম্যাচেই নতুন লড়াই। তাঁর মন্তব্য, ফুটবলাররা প্রত্যেকেই পেশাদার। তারা নিজেদের কর্তব্য সম্পর্কে অবগত। প্রতিটি ম্যাচ জেতার জন্য ক্ষুধার্ত ওরা। ফলে মোটিভেশনের অভাব হওয়ার কোনও প্রশ্নই নেই।
advertisement
আপাতত পরের ম্যাচে তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য। শেষ চারে পৌঁছনোর সুযোগ রয়েছে ওড়িশার সামনে। ফলে সোমবার তারাও যে তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া হবে, তা ভালোভাবেই জানেন লাল-হলুদ স্প্যানিশ কোচ। এই প্রসঙ্গে মারিও জানান, ওড়িশা এফসি’র প্রতিটি বিভাগেই ভালোমানের ফুটবলার রয়েছে। খুবই ভারসাম্যযুক্ত একটি দল।
তাই ওদের বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না। তবে আমাদের ছেলেরাও তৈরি। ইস্টবেঙ্গলকে গুরুত্ব দিচ্ছেন ওড়িশা কোচ গার্সিয়া। তিনি জানান, গত কয়েকটি ম্যাচে ওরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। লড়াইটা সহজ হবে না। লাল হলদের ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো এবং স্প্যানিশ ফুটবলার ফ্রান্সিস্কো আজ নিজেদের মেলে ধরতে পারেন কিনা সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
SC East Bengal vs Odisha FC: ওড়িশার বিরুদ্ধে আজ জিতেই মাঠ ছাড়তে চায় মারিওর লড়াকু ইস্টবেঙ্গল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement