Virat Kohli: 'কুম্ভের' ভয়াবহ আতঙ্ক দিল্লিতে কোহলির ম্যাচে! বিরাটকে দেখতে গিয়ে পদপিষ্ট বহু
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ৩০। আহতের সংখ্যা ষাট পেরিয়েছে। আর কুম্ভমেলার দুর্ঘটনার পুনরাবৃত্তি হওয়ার থেকে একটু জন্য বাঁচল দিল্লিতে বিরাট কোহলির ম্যাচ দেখতে আসা জনস্রোত।
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ৩০। আহতের সংখ্যা ষাট পেরিয়েছে। আর কুম্ভমেলার দুর্ঘটনার পুনরাবৃত্তি হওয়ার থেকে একটু জন্য বাঁচল দিল্লিতে বিরাট কোহলির ম্যাচ দেখতে আসা জনস্রোত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রবেশের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত বহু। অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা। পরিস্থিত সামালদিতে হিমসিম খেতে হয় পুলিশকে।
১৩ বছর পর রনজি ট্রফির ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি। যার ফলে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখতে প্রথম থেকেই চড়ছিল উন্মাদনা। এই ম্যাচ দেখার জন্য টিকিট বিনামূল্যে করে দেওয়া হয় দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে। ফলে সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমায় বিশাল সংখ্যক। আর সকাল ৯টা স্টেডিয়ামের গেট খুলতেই ঘটে যায় দুর্ঘটনা।
advertisement

advertisement
টিকিট না থাকায় স্টেডিয়ামে আগে ঢুকে জায়গা পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনায় বহু মানুষ পড়ে যায়। পদপিষ্ট হয়ে আহত হন অনেকেই। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জও করতে হয় পুলিশকে। ধাক্কাধাক্কি ও পদপিষ্টের প্রমাণ হিসাবে দেখা যায় স্টেডিয়ামের গেটের বাইরে অসংখ্য জুতো পড়ে রয়েছে। ভাগ্য সহায় থাকায় প্রাণহানির ঘটনা এড়ানো যায়।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআর তারকার ‘মায়াজাল’! আইপিএলের আগেই স্বপ্নপূরণ! এবার বিপক্ষের কপালে দুঃখ আছে
ঘটনায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ দেখান দর্শকরা। পুলিশের বাইক পর্যন্ত ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হন একজন পুলিশ কর্মীও। আহতদের মাঠেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আর একটু হলে কুম্ভের মত কোনও বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কীভাবে কোহলির ম্যাচ ফ্রিতে দেখার ব্যবস্থা করা হল,তা নিয়ে উঠছে প্রশ্ন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 12:54 PM IST