East Bengal former footballers: ইস্টবেঙ্গলের ইতিহাসে গত ১৭ মাস সবচেয়ে কালো অধ্যায়, বলছেন প্রাক্তনরা

Last Updated:

Worst 17 months in 101 years legacy of East Bengal says former footballers. ইস্টবেঙ্গলের ইতিহাসে ১৭ মাস সবচেয়ে কালো অধ্যায়, বলছেন প্রাক্তনরা

লাল-হলুদের ব্যর্থতায় ক্লাব কর্তাদের বিশেষ পরামর্শ ভাস্কর, 
মনোরঞ্জনদের
লাল-হলুদের ব্যর্থতায় ক্লাব কর্তাদের বিশেষ পরামর্শ ভাস্কর, মনোরঞ্জনদের
পারফরম্যান্সের নিরিখে অনেক আগেই শেষ হয়েছে নক-আউটের আশা। তাই আগামী মরশুমে দল গঠনের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দেওয়া উচিত লাল-হলুদ কর্তাদের। এমনটাই পরামর্শ দিল ভাস্কর গাঙ্গুলি, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, বিকাশ পাঁজি সহ ১১ জন প্রাক্তন ফুটবলারদের নিয়ে গড়া কমিটি। তাঁদের বার্তা, ভুল থেকে শিক্ষা নিয়েই নতুন মরশুমের দল গঠনে নজর দিক কর্তারা।
advertisement
advertisement
সাংবাদিক সম্মেলনে মনোরঞ্জন ভট্টাচার্য জানান, তাড়াহুড়ো করে আইএসএলে খেলতে গিয়ে হয়তো ভুল করেছে ক্লাব। বর্তমান ইনভেস্টরের কাছে অনেক প্রত্যাশা ছিল আমার। তবে দল গঠন নিয়ে তাদের মনোভাব মোটেই ভালো লাগেনি। আইএসএলে দু’টি মরশুম মিলিয়ে এখনও পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে দল। ড্র করেছে ১৫টিতে। হার ১৬টি ম্যাচে।
advertisement
ক্লাবের ১০১ বছরের ইতিহাসে গত ১৭ মাসই সবথেকে কালো অধ্যায়। মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তাই আমরা সচিবকে চিঠি দিয়ে বলেছি, ক্লাবের সামর্থ্য অনুসারে টিম করা হোক। আমরা ইনভেস্টরের বিরুদ্ধে নই। কিন্তু যে সিস্টেমে দল চালানো হচ্ছে তার বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের ঐতিহ্যের কথা মনে রেখে ইনভেস্টর কিংবা স্পনসরের সঙ্গে সমন্বয় সাধন করে ভাল দল গড়া হোক।
advertisement
স্রেফ অংশগ্রহণের জন্য আইএসএলে খেলে কোনও লাভ নেই। এই ব্যাপারে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা জানান, প্রাক্তন ফুটবলারদের চিঠি পেয়েছি। পরবর্তী কর্মসমিতির সভায় তা নিয়ে আলোচনা হবে। তবে প্রাক্তনরা চান হাতে থাকা পাঁচটি ম্যাচ জিতে নিজেদের সম্মান কিছুটা উদ্ধার করুক হীরা মণ্ডল, রফিক, অমরজিৎরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal former footballers: ইস্টবেঙ্গলের ইতিহাসে গত ১৭ মাস সবচেয়ে কালো অধ্যায়, বলছেন প্রাক্তনরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement