Bengal Ranji Trophy : মধ্যপ্রদেশ ম্যাচের আগে হঠাৎ চিন্তার ভাঁজ বাংলা দলে! কেন জানেন?

Last Updated:

Manoj Tiwary knee injury raises concern in Bengal team before semi final. হাল ছাড়তে নারাজ মনোজও। সেমি-ফাইনালে মাঠে নামার জন্য মন ছটফট করছে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে হাঁটুর চোট।

মধ্যপ্রদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলা
মধ্যপ্রদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলা
#কলকাতা: নতুন ইতিহাস লিখতে চায় বাংলা ক্রিকেট দল। ২ বছর আগে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে গিয়ে যে স্বপ্ন সার্থক হয়নি, সেটা এবার সার্থক করতে মরিয়া বঙ্গ দল। ঋদ্ধিমান সাহা এবং অভিজ্ঞ মহম্মদ শামিকে ছাড়াই বাংলা খেলছে রঞ্জি। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া নিজে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন মনোজ তিওয়ারি। দ্বিতীয় ইনিংসে ১৮৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন ‘মন্ত্রীমশাই’। তবে চোটের কারণে সেমি-ফাইনালে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ঝাড়খন্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় হাঁটুতে চোট পান তিনি।
advertisement
advertisement
হাঁটু ফুলে থাকায় রবিবার অনুশীলন করেননি তিনি। যদিও এমআরআই রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি। এই প্রসঙ্গে বাংলার কোচ অরুণ লাল বলেন, ওর হাঁটু ফুলে রয়েছে। তবে চোট খুব একটা গুরুতর নয়। সোমবার অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সহজে হাল ছাড়তে নারাজ মনোজও।
advertisement
ফোনে তিনি জানান, সেমি-ফাইনালে মাঠে নামার জন্য মন ছটফট করছে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে হাঁটুর চোট। সোমবার কেমন থাকি, তার উপর সব কিছু নির্ভর করছে। শেষ চারের লড়াইয়ে মধ্যপ্রদেশের মুখোমুখি বাংলা। আলুরে খেলা শুরু ১৪ জুন। দুরন্ত ছন্দে থাকলেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন অরুণ লাল।
বাংলা কোচের কথায়, এই পর্যায়ে কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। রজত পাতিদার, কুমার কার্তিকেয়ারা ফর্মে রয়েছে। তবে সেরাটা উজাড় করে দিতে পারলে জিততে অসুবিধা হবে না। পিচে স্পিনাদের জন্য যথেষ্ট সুবিধা মজুত রয়েছে বলে ধারণা বাংলার। শেষ চারের লড়াইয়ে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামার ভাবনা রয়েছে।
advertisement
তাই দলে আসতে পারেন ঋত্বিক চ্যাটার্জি। কিন্তু অভিজ্ঞতার কথা মাথায় রেখে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হবে মনোজকে মাঠে নামানোর। কারণ এই পর্যায়ে তার অভিজ্ঞতা এখনও বাংলা দলের সম্পদ। মধ্যপ্রদেশকে নিয়ে হোমওয়ার্ক করে রেখেছেন অরুণ লাল। তিনি আশাবাদী নিজেদের দক্ষতার সবটা উজাড় করে দেবে তার ছেলেরা।
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Ranji Trophy : মধ্যপ্রদেশ ম্যাচের আগে হঠাৎ চিন্তার ভাঁজ বাংলা দলে! কেন জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement