Manoj Tiwari: এবারেই শেষ চেষ্টা, বাংলাকে রঞ্জি সেরা করে অবসর নিতে চান মন্ত্রী মনোজ

Last Updated:

মনোজ জানিয়েছেন, এই বছরই ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার ভাবনা মাথায় রয়েছে। তবে তার আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফি জিততে চাই। 

অধিনায়ক মনোজের দাপট।
অধিনায়ক মনোজের দাপট।
#কলকাতা: রঞ্জির শুরুতেই অবসরের ভাবনা মনোজ তিওয়ারির। মরশুমের প্রথম ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে জেতার পরেই অবসর প্রসঙ্গে মুখ খুললেন মন্ত্রী। চলতি মরশুমে রঞ্জি ট্রফি শেষে প্যাড গ্লাভস তুলে রাখতে পারেন মনোজ।
ভোটে জিতে ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী হওয়ার পর ব্যস্ততা এমনিতেই বেড়েছে মনোজের। তবে ক্রিকেট থেকে সরে থাকতে পারেননি তিনি। বাংলার হয়ে রঞ্জি এবং একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে গিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আসলে বাংলার হয়ে রঞ্জি ট্রফি একবার জিততে মরিয়া মানোজ। গত বছর দুরন্ত পারফরম্যান্স করার পরও সেমিফাইনালে হারতে হয়েছিল বাংলাকে। নকআউটে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন মনোজ। এবারও সেই রঞ্জি জয়ের স্বপ্নে মাঠে নেমেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
advertisement
advertisement
বাংলা দলের নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশ সিরিজে থাকায় রঞ্জির প্রথম দু'টি ম্যাচে নেতৃত্ব ফিরে পেয়েছেন মনোজ। উত্তর প্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পরেও মনোজের নেতৃত্বে সরাসরি জয় পেয়েছে বাংলা। ব্যাটিং বিপর্যয় মুখেও প্রথম ইনিংসে বাংলাকে ভরসা জুগিয়েছেন মনোজ। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬০রান করে দলকে জিতিয়েছেন ম্যাচ।
advertisement
খেলা শেষ হওয়ার পরেই মানোজ জানিয়েছেন, এই বছরই ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার ভাবনা মাথায় রয়েছে। তবে তার আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফি জিততে চান তিনি। দীর্ঘদিনের অধরা স্বপ্ন পূরণ করে ক্রিকেটকে গুডবাই জানাতে চান মনোজ। তবে তার আগে একটাই লক্ষ্য, বাংলাকে চ্যাম্পিয়ন করতে হবে রঞ্জি ট্রফিতে।
advertisement
প্রথম ম্যাচের পরই মনোজের ব্যাটিং প্রশংসিত হওয়া ছাড়াও মাঠে নেতৃত্ব নিয়ে প্রশংসা করেছেন কোচ লক্ষ্মী। মনোজের অধিনায়কত্বে এখনও যে ধার রয়েছে তা এক কথায় মেনে নিচ্ছেন সিএবি সব কর্তারা। কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, 'ফিটনেস হয়তো  আগের মতো নেই। হাঁটুর চোটের সমস্যাও রয়েছে। তবে মনোজের মতো দৃঢ় মানসিকতার ক্রিকেটার বাংলা দলে আর একজনও নেই। ম্যাচ রিডিং থেকে টেম্পারমেন্ট, সবেতেই মনোজ এখনও সেরা।'
advertisement
সিএবি সূত্রে খবর, অভিমন্যুর পরিবর্তে রঞ্জিতে চলতি বছর মনোজকে পাকাপাকি অধিনায়ক ঘোষণা করা হতে পারে। প্রথমে ঈশ্বরণের পরিবর্তে দুই ম্যাচে মনোজকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা হলেও তা পরিবর্তন করতে চলেছেন সিএবি কর্তারা। এমন কি, পাকাপাকিভাবে নেতৃত্ব ফিরে পেলে সেটা করতেও রাজি মনোজ। বাংলাকে রঞ্জি ট্রফি জেতানোর জন্য সব রকম প্রচেষ্টাতেই রাজি মন্ত্রী মশাই।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Manoj Tiwari: এবারেই শেষ চেষ্টা, বাংলাকে রঞ্জি সেরা করে অবসর নিতে চান মন্ত্রী মনোজ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement