দেনার দায় বিক্রির পথে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, মালিকানার দৌড়ে ফেসবুক এবং অ্যাপেল

Last Updated:

Manchester United up for sale as Glazer family wants minimum £5billion. দেনার দায় বিক্রির পথে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, মালিকানার দৌড়ে ফেসবুক এবং অ্যাপেল

দ্রুত ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি হতে চলেছে
দ্রুত ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি হতে চলেছে
#লন্ডন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব বিক্রি করে দিতে চাইছেন প্রচুর অঙ্কের অর্থের ঋণে জর্জরিত গ্লেজার পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল তাদের প্রকাশিত খবরে এই দাবি করেছে। ২০০৫ সাল থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের মালিক গ্লেজার পরিবার। ১৮ বছর ধরে দেনায় জর্জরিত এই পরিবার।
ক্লাবের সমর্থকরা অনেকবার প্রতিবাদ করেছেন এর বিরুদ্ধে। গত বছরের নভেম্বর মাসে গ্লেজাররা জানায় ক্লাবকে চালাতে বাইরে থেকে বিনিয়োগ আনতে চাইছেন তারা। কিন্তু সমর্থকরা মালিক পক্ষের বিরুদ্ধে ছিলেন। তারা চেয়ে এসেছেন ক্লাব যেন কোনোপ্রকারেই তাদের নিয়ন্ত্রণে না থাকে।
আরও পড়ুন - তিন বছর পর সেঞ্চুরি শুনে মেজাজ হারালেন রোহিত! সাংবাদিক সম্মেলনে অগ্নি শর্মা অধিনায়ক
তাই তাদের নিয়ন্ত্রনাধীনে বাইরের বিনিয়োগ নয়, অন্য কোনো গোষ্ঠী যেন এই ক্লাবের মালিকানা তাদের হাত থেকে নিয়ে নেয় তেমনটাই চাইছিলেন ক্লাবের একনিষ্ঠ সমর্থকরা। ক্লাব কিনতে আগ্রহী একাধিক গোষ্ঠী ইতিমধ্যেই গোপন শর্তসমূহে সই করেছেন। তাদের ক্লাবের আর্থিক বিষয়টিও জানানো হয়েছে।
advertisement
advertisement
মার্কিন ব্যবসায়ী ব্যাংকার রেইনে গ্রূপ ক্লাব বিক্রির বিষয়টি দেখভাল করবেন। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন পাউন্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা কেনেন গ্লেজার পরিবার। তারা বর্তমানে ৮ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্লাব বিক্রি করে দিতে চান বলে খবর। যা টড বহেলির চেলসি কেনার জন্য দেওয়া অর্থের থেকে অনেক বেশি।
টড বহেলি ৪.২ বিলিয়ন পাউন্ডে চেলসি কেনেন। গ্লেজার পরিবারের দাবি মত অর্থ খরচ করেই যদি কোনো গোষ্ঠী বা কেউ ম্যান ইউ কেনেন, তবে ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্লাব ম্যান ইউ দল বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল দল হবে।
advertisement
advertisement
বাস্কেটবল এন এফ এল ফ্র্যাঞ্চাইজি ডালাস কাউবয়েসের মূল্য ৭.২৩ বিলিয়ন পাউন্ড। ইউনাইটেডের নতুন মালিককে ওল্ড ট্র্যাফোর্ডের স্টেডিয়ামকে ব্যাপক সংস্কার করতে হবে অথবা নতুন একটি স্টেডিয়াম তৈরি করতে হবে। ম্যান ইউ এর ট্রেনিং গ্রাউন্ড এরও আশু সংস্কার প্রয়োজন। ২০১৭ সালের পর এখনও পর্যন্ত কোনো বড় টুর্নামেন্ট জেতেনি ম্যান ইউ।
২০১৩ সালে এলেক্স ফার্গুসন চলে যাবার পর এখনো পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ জেতেনি ম্যান ইউ। শোনা যাচ্ছে বৃটেনের অন্যতম বড়লোক স্যার রেডক্লিফ ট ছাড়াও ফেসবুক এবং অ্যাপেল ম্যান ইউ কেনার অন্যতম দাবিদার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দেনার দায় বিক্রির পথে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, মালিকানার দৌড়ে ফেসবুক এবং অ্যাপেল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement