হোম /খবর /খেলা /
বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হবে আহমেদাবাদে! শুনেই ঘুম উড়ে গিয়েছে বাবরদের

Pakistan ODI World Cup: বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হবে আহমেদাবাদে! শুনেই ঘুম উড়ে গিয়েছে বাবর, রিজওয়ানদের

আহমেদাবাদে খেলতে হবে পাকিস্তানকে?

আহমেদাবাদে খেলতে হবে পাকিস্তানকে?

  • Share this:

আহমেদাবাদ: ভারতের মাটিতে পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে না, এমন হুমকি বেশ কয়েকদিন ধরেই দিয়ে যাচ্ছিলেন সেদেশের ক্রিকেট চেয়ারম্যান নাজাম শেঠি। কিন্তু ভারতের সঙ্গে দরকষাকষিতে শেষ পর্যন্ত পাকিস্তান পারবে না সেটা জানা কথা। শুধু খেলতে আসবে না ভারতে, ভারত যে স্টেডিয়ামে চাইবে সেখানেই খেলতে হবে পাকিস্তান দলকে। শুনেই ঘুম উড়ে গিয়েছে বাবর, রিজওয়ানদের।

আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচের আয়োজন করতে চলেছে বিসিসিআই। এটা শুনেই অনেকে চমকে গিয়েছেন। হয়তো চমকে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। সেই সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, যখন আমি শুনলাম যে পাকিস্তানের ম্যাচ আহমদাবাদে হবে, তখন আমি হেসেছিলাম এবং মনে মনে বলেছিলাম, আমরা যে ভারতে আসব না, সেটা নিশ্চিত করার এটি একটি উপায়।

আমি বলতে চাইছি, যদি চেন্নাই বা কলকাতার কথা বলা হত, তা হলে হয়তো বোঝা যেত। তিনি আরও বলেছেন, আমি এর রাজনীতিতে যেতে চাই না। তবে অবশ্যই এর একটি রাজনৈতিক কোণ আছে বলে মনে হচ্ছে। কারণ যদি ভারতে এমন একটি শহর থাকে, যেখানে আমাদের নিরাপত্তার সমস্যা থাকতে পারে, তা হল আহমদাবাদ। আপনি জানেন, কে আহমদাবাদ শাসন করে।

এশিয়া কাপের জন্য একটি নতুন হাইব্রিড ফরম্যাট আয়োজনের মাধ্যমে ভারতের গেমগুলিকে পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব জানিয়েছিল পিসিবি। কিন্তু এসিসি রাজি হচ্ছে না। নাজাম শেঠি মনে করেন, এর প্রভাব পড়বে ভারতে ৫০-ওভারের বিশ্বকাপ এবং পাকিস্তানে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

নাজাম শেঠি পরিষ্কার জানিয়েছেন এশিয়া কাপের অন্তত প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে দিতে। এর মধ্যে একটি পাকিস্তানের ম্যাচ, দুটি বাংলাদেশের ম্যাচ এবং একটি শ্রীলংকার ম্যাচ আছে। তার এই অনুরোধ রাখা না হলে পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম তুলে নেবে। এমনকি ভারতের তারা বিশ্বকাপে দল নাও পাঠাতে পারে এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন পিসিবি প্রধান।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: BCCI, ODI world cup 2023, PCB