ধোনি zero, হংকংয়ের বিরুদ্ধে ৩০০ পেরলো না রোহিতের ভারতের, প্রাপ্তি ধাওয়ানের শতরান
Last Updated:
মিনোসদের বিরুদ্ধে দানবীয় শুরু হল না ভারতের
#দুবাই : মঙ্গলবার এশিয়া কাপে অভিযান শুরু করল রোহিতের ভারত। সামনে দুর্বল বিপক্ষ কোয়ালিফায়ার পেরিয়ে আসা হংকং। তবে যতটা বিধ্বংসীভাবে ভারত হংকংকে ধ্বংস করবে মনে করা হয়েছিল ততটা মসৃণ হল না ৷
বিরাটের অনুপস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২৩ রান করেন ৷ ব্যাট হাতে ধামাল দেখান শিখর ধাওয়ান ৷ ১২০ বলে ১২৭ রান করেন তিনি ৷ অর্ধশতরান করেন অম্বাতি রায়ডুও ৷ তাঁর সংগ্রহ ৭০ বলে ৬০ ৷ তবেইংল্যান্ডের মাটির ব্যর্থতা দুবাইতেও কাটাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি ৷ এদিন তিনি খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরত যান ৷
advertisement
৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে টিম ইন্ডিয়া৷ অর্থাৎ তথাকথিত ‘মিনোস’ দের বিরুদ্ধে ৫০ ওভারেও ৩০০ রান করতে ব্যর্থ তারা ৷
advertisement
টুর্নামেন্টে নিজেদের গ্রুপের সব ম্যাচই দুবাইয়ে খেলবেন রোহিতরা। তবে ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা। রবিবার যে পিচে পাকিস্তান হংকং ম্যাচ হয়েছিল, সেই একই ২২ গজে খেলা। দুবাইয়ের মাঠে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবেননি হংকং অধিনায়ক অংশুমান রথ ৷ ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক ঘটেছে বাঁ হাতি পেসার খলিল আহমেদের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2018 9:05 PM IST