Dhoni Jersey no 7 : কুসংস্কার মানতে রাজি নন! তবে কেন ৭ নম্বর জার্সি পড়েন ধোনি ? জানলে অবাক হবেন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Mahendra Singh Dhoni reveals the actual reason behind choosing Jersey no 7. কুসংস্কার মানতে রাজি নন! তবে কেন ৭ নম্বর জার্সি পড়েন ধোনি ?
#চেন্নাই: তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা ডেভিড বেকহাম নন। কিন্তু ক্রিকেটের জগতে তাদের থেকে কম নয় তার জনপ্রিয়তা। ফুটবলে সাধারণত উইঙ্গারদের দেওয়া হয় এই জার্সি। ক্রিকেটে অবশ্য সেরকম কোনো নিয়ম নেই। যখন থেকে দেশের হয়ে খেলতেন, তখন থেকেই তাঁর জার্সি নম্বর ৭। আইপিএলেও তা বজায় রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই মহেন্দ্র সিংহ ধোনির জীবনের সঙ্গেই জুড়ে গিয়েছে সাত সংখ্যাটি।
কিন্তু কেন সাত নম্বর জার্সি পরেন ধোনি? চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্টস প্রকাশিত একটি ভিডিয়োয় সেই রহস্য ফাঁস করেছেন ধোনি। বলেছেন, অনেকেই আগে ভাবত যে সাত আমার পয়া সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা সাধারণ কারণের জন্যে। আমার জন্ম ৭ জুলাই। তাই এটি সপ্তম মাসের সপ্তম দিন। এটাই আসল কারণ। ধোনি আরও বলেন, কোনটা ভাল সংখ্যা সেই বিষয়ে আলোচনা না করে আমি ঠিক করেছিলাম নিজের জন্মদিনকেই ব্যবহার করব।
advertisement
advertisement
তার পর থেকে যত বারই আমাকে এ ব্যাপারে কেউ জিজ্ঞাসা করেছে, আমি কিছু না কিছু যোগ করেছি। ’৮১ সালে জন্ম আমার। ৮ থেকে ১ বাদ দিলেও সাত হচ্ছে। সেটাও বলি। অনেকেই আমাকে বলেছেন ৭ নাকি নিরপেক্ষ সংখ্যা। অর্থাৎ, এটা আমার জন্যে কাজ না করলেও কখনও বিপক্ষে যাবে না। ধোনি জানালেন, সংখ্যা নিয়ে কোনও কুসংস্কার নেই তাঁর।
advertisement
Dhoni's hittings at practice match 🦁💥#WhistlePodu | @MSDhoni | #MSDhoni pic.twitter.com/fccGHKIRXB
— Jersey NO:7🏆 (@fanof07) March 17, 2022
তবে এই সংখ্যা তাঁর হৃদয়ের খুবই কাছাকাছি। তাই এত বছর ধরে জার্সির পিছনে এই সংখ্যা পরে এসেছেন। ধোনি এবারের আইপিএলে ব্যাট হাতে নামবেন, গ্লাভস হাতে উইকেটকিপিং করবেন। অনেকে ফিটনেস নিয়ে কথা বলেছে। তবে নিন্দুকদের জবাব দেওয়া ছেড়েই দিয়েছেন মাহি। ২০২০ সালে আইপিএলে ভরাডুবির পর গত বছর চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করে ধোনি বুঝিয়ে দিয়েছেন তিনি কিছুই হারাননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2022 8:59 PM IST