#অ্যান্টিগা: ক্যারিবিয়ান সফরে অব্যাহত টিম ইন্ডিয়ার বিজয় রথ। ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হোল্ডারদের ৯৩ রানে ওড়ালেন কোহলিরা। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে ২-০-তে এগোল টিম ইন্ডিয়া। মাঠ ভেজা থাকায় এদিন খেলা দেরিতে শুরু হয়। টস জিতে তাই বিপক্ষকে ব্যাট করতে পাঠাতে দেরি করেননি হোল্ডার। ধাওয়ান, কোহলি রান না পেলেও রানের ফুলঝুরি ছুটছে রাহানের ব্যাটে। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির পর এদিন এল ঝকঝকে ৭২। রানে ফিরে অপরাজিত ৭৮ ধোনির ব্যাট থেকে। তিনিই ম্যান অব দ্য ম্যাচ। গুরুত্বপূর্ণ সময়ে ৩৯ এল যুবির ব্যাট থেকে। মন্থর উইকেটে ভারত তোলে ৪ উইকেটে ২৫১ রান। জবাবে মাত্র ১৫৮-তেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ ও অশ্বিন - ২ জনেই ৩ টি করে উইকেট নেন।
ভিভের মাঠে ধোনি যদিও শুধুই ব্যাট হাতে ঝড় তোলেননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দারুণ ইনিংস খেলে গেলেন। ম্যাচের পরে পুরস্কার বিতরণীতে আসেন ম্যান অব দ্য ম্যাচ ধোনি। তাঁকে প্রশ্ন করা হয়, কী করে বয়স বাড়তে থাকলেও তিনি এত ভাল খেলছেন? মাহির জবাব, ‘‘এটা ওয়াইনের মতো....গত দেড় বছর ধরে আমাদের উপরের দিককার ব্যাটসম্যানরাই সব রান করে দিচ্ছিল। তাই এই সুযোগটা পেয়ে রান করতে পেরে ভাল লাগছে।’’