IPL Final: ধোনির মগজাস্ত্রে আউট গিল! বুড়ো মাহি সেকেন্ডে উড়িয়ে দিলেন স্টাম্প
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
আহমেদাবাদ: কথায় বলে সকাল দেখে নাকি বোঝা যায় গোটা দিনটা কেমন যাবে। আইপিএল ফাইনালের প্রথম দিকটা যদি কিছুর ইঙ্গিত দিয়ে থাকে তাহলে সেটা হল বেশ বড় টোটাল এর দিকে যাচ্ছে গুজরাত টাইটানস। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। শুভমন গিল যখন সবেমাত্র চার রানে ব্যাটিং করছেন সহজ ক্যাচ ফেলে দিলেন দীপক চাহার। সবাই যখন গিল নিয়ে ব্যস্ত তখন চেন্নাইয়ের ওপর প্রথম আক্রমণ আনলেন ঋদ্ধিমান সাহা।
বাঙালি উইকেট রক্ষক তুষার, দীপকদের বেশ কয়েকটি বাউন্ডারি মারলেন। গিলকে যতটা সম্ভব চাপ মুক্ত রাখা ছিল তার কাজ। অন্যদিকে গিল কিছুক্ষণ পর থেকে নিজের আক্রমণাত্মক ব্যাটিং তুলে ধরলেন। পাওয়ার প্লেতে গুজরাতের রান ছিল ৬২/০। রবীন্দ্র জাদেজার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে স্ট্যাম্প আউট হলেন গিল (৩৯)। আজ সাতটি বাউন্ডারি মারলেন গিল।
advertisement
Wow ! One can change bank notes from bank but behind the wickets one cannot change MS Dhoni ! Nahi badal sakte .. As fast as ever MS Dhoni.
pic.twitter.com/zSRnz8DIXI— Virender Sehwag (@virendersehwag) May 29, 2023
advertisement
ফাইনালে তাকে ঝড় তুলতে দিলেন না ধোনি। .১২ সেকেন্ডে ভেঙে দিলেন স্টাম্প। গিল নিজের ব্যালেন্স ফিরে পাওয়ার আগেই যা হওয়ার হয়ে গেল। এমনকি রবীন্দ্র জাদেজা পর্যন্ত বুঝতে পারলেন না। ধোনি বুঝিয়ে দিতে পারলেন তার বয়স হয়েছে ঠিক কথা, কিন্তু রিফ্লেক্স আগের মতই। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানকে যেভাবে আউট করলেন তাতে তার মগজাস্ত্র কতটা সাংঘাতিক আবার বোঝা গেল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 8:32 PM IST