Harmanpreet Kaur: বাংলাদেশের বিরুদ্ধে জঘন্য আচরণ! হরমনপ্রীতের কঠোর শাস্তি চাইলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বাংলাদেশ গিয়ে যেটা করেছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না মদন লাল এবং অঞ্জুম চোপড়া
মিরপুর: ক্রিকেট হল ভদ্রলোকের খেলা। ইংরেজিতে যাকে বলে, জেন্টলম্যানস গেম। কয়েক বছর হল এই খেলায় ডিসিশন রিভিউ সিস্টেম এসেছে। তার আগে ভুল সিদ্ধান্তে আউট হতে হয়েছে এমন নজির প্রচুর আছে। একজন ব্যাটসম্যানের কাছে বা ফিল্ডার এবং বোলারের কাছে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত ভুল মনে হতে পারে। কিন্তু সেটা মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই বড় তারকা হলেও।
সচিন থেকে সৌরভ অতীতে বহু তারকা ক্রিকেটার ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন। তাদেরও রাগ হয়েছে। কিন্তু অসভ্যতামি করেননি। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ গিয়ে যেটা করেছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না মদন লাল এবং অঞ্জুম চোপড়া। পুরস্কার বিতরণের মঞ্চেও অক্রিকেটীয় আচরণ করেছেন হরমন।
Harmanpreet’s behaviour against the Bangladesh women’s team was pathetic. She is not bigger than the game. She got a very bad name for Indian cricket. BCCI should take very strict disciplinary action.
— Madan Lal (@MadanLal1983) July 23, 2023
advertisement
advertisement
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ–নির্ধারণী ম্যাচটি শেষ হয় টাইয়ে। তবে ক্রিকেটীয় রোমাঞ্চের দিনটিকে অখেলোয়াড়সুলভ আচরণ দিয়ে অস্বস্তিকর করে তোলেন হরমন। আম্পায়ার তনভীর আহমেদ তাঁকে আউটের সংকেত দিলে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন। ফিরে যাওয়ার সময় চোখ রাঙানি দেন আম্পায়ারের দিকে।
পরে পুরস্কার বিতরণীতে সরাসরিই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন। কেন, আম্পায়ার তোমাদের ম্যাচ টাই করিয়েছে। আম্পায়ারকেও ডাক। একসঙ্গে ছবি তুলি। হরমনপ্রীতের আচরণ নিয়ে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হলে নিগার বলেন, ও যেটা করেছে, সেটা ওরই। সেটা আমাদের কোনো কিছু নয়। মদন লাল মনে করেন ভারতের মহিলা অধিনায়ককে বড় টাকা জরিমানা করা উচিত বোর্ডের। সাসপেন্ড করা হলেও কিছু বলার থাকবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 2:06 PM IST