Lovlina Borgohain : কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগে মানসিক অত্যাচারের অভিযোগ বক্সার লভলিনার!
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Lovlina Borgohain sparks controversy before Commonwealth games regarding mental torture. কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগে মানসিক অত্যাচারের অভিযোগ বক্সার লভলিনার
#নয়াদিল্লি: টোকিয়ো অলিম্পিক্সে ওয়াল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন লভলিনা। তার পরে প্রায় ন’মাস প্রতিযোগিতার বাইরে ছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। লভলিনার অভিযোগ অনুযায়ী, সেখানেও তাঁকে সমস্যায় পড়তে হয়েছিল। লভলিনার অভিযোগ, অলিম্পিক্সের পর অনেক কিছু বদলে গিয়েছে তাঁর। অনেক বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে, যে চাপ তিনি নিতে পারছেন না।
কমনওয়েলথ গেমসের আগে তুমুল বিতর্ক তুলে দিলেন বক্সার লভলিনা বরগোহাঁই। কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন অলিম্পিক্স পদকজয়ী। জানালেন, কোচ বদল নিয়ে গত কয়েক দিনে যা হয়েছে তাঁর সঙ্গে, তাতে প্রস্তুতি অনেকটাই ব্যাহত হয়েছে।
অভিযোগ করেছেন, তাঁর এক কোচকে কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢুকতেই দেওয়া হয়নি। আর এক কোচকে সটান বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধ-উপরোধ করে এক কোচ অনুশীলনে থাকার অনুমতি পেলেও তত দিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। নেটমাধ্যমে লম্বা পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লভলিনা।
advertisement
advertisement
— Lovlina Borgohain (@LovlinaBorgohai) July 25, 2022
লিখেছেন, আজ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে। যে কোচেরা আমাকে অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাঁদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে। এতে আমার অনুশীলনে ব্যাঘাত ঘটে প্রবল ভাবে। তার মধ্যে একজন কোচ হলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত সন্ধ্যা গুরুংজি। দু’জনকেই অনেক অনুরোধের পরে অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অনেক দেরিতে।
advertisement
লভলিনা আরও লিখেছেন, অনুশীলনে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাতে মানসিক ভাবে ক্ষতি হয়েছে। এখন আমার কোচ সন্ধ্যা গুরুংজিকে কমনওয়েলথ ভিলেজে থাকতে দেওয়া হচ্ছে না। ঢোকার অনুমতিও নেই। গেমসের আগে আট দিন আমার অনুশীলন বন্ধ ছিল।
আমার দ্বিতীয় কোচকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধের পরেও মানসিক ভাবে অত্যাচারিত হতে হয়েছে। জানি না কী ভাবে গেমসে ফোকাস করব। রাজনীতির মুখের উপর জবাব দিতে পদক জিততে চাই।তার বাবা টিকেন অবশ্য মেয়েকে উপদেশ দিয়েছেন এসব ভুলে গিয়ে নিজের খেলার উপর মনোযোগ দিতে। সারাদেশ তার মেয়ের দিকে তাকিয়ে আছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 9:08 PM IST