KKR: শ্রেয়স আইয়ারের পর তারকা পেসার চোটগ্রস্ত! মাঠে নামার আগেই সর্বনাশ কেকেআরের

Last Updated:
কেকেআর তারকা ফাস্ট বোলার ছিটকে গেলেন এবার
কেকেআর তারকা ফাস্ট বোলার ছিটকে গেলেন এবার
কলকাতা: কথায় বলে খারাপ সময় যখন আসে তখন একা আসে না। সঙ্গে অনেক দুঃসংবাদ নিয়ে আসে। সেটাই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের ক্ষেত্রে। মাঠে নামার আগেই ব্যাকফুটে শাহরুখ খানের দল। আবার একটা খারাপ খবর তাদের জন্য। এমনটা আশা করেননি কেউ। লকি ফার্গুসনের গতবারের মরসুমটা দারুণ কেটেছে। ১৪ ম্যাচে ১২টি উইকেট নিয়েছিলেন। গত মরসুমের দ্রুততম ডেলিভারির পাশে তাঁর নাম রয়েছে।
গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করার পেছনে তার অবদান ছিল অনেকটা। তিন মরসুম কলকাতায় কাটানোর পর ২০২২ সালে গুজরাতের হয়ে খেলেছিলেন কিউয়ি পেসার। শুধু পাওয়ার প্লে-তেই নয়, কিউয়ি স্পিডস্টার ডেথ ওভারেও সমান কার্যকরী। ২০২৩ আইপিএলে ফের একবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে ফার্গুসনের।
আরও পড়ুন -ইচ্ছে করে গিয়ে স্টয়নিসকে ধাক্কা! বিরাট কোহলি তার পর যা করলেন, অবাক হয়ে দেখল সবাই
প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে গিয়ে চোট পেয়েছেন ওই ক্রিকেটার। আইপিএল শুরুর আগেই চোট আঘাতে জর্জরিত দলটি। শ্রেয়স আইয়ারকে সামনে রেখে তৃতীয় আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে দল গড়েছে কিং খানের। তার এখন অস্ত্রোপচার করা হবে কিনা তাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার মধ্যে লকির চোটের ব্যাপারটা কেকেআর ব্রিগেডের অনেক পরিকল্পনা ভেস্তে দিতে পারে।
advertisement
advertisement
তবে নাইট রাইডার্স দলের ফিজিওর সঙ্গে নিউজিল্যান্ডের ওই পেসারকে দেখাশোনা করা ফিজিওর কথা হচ্ছে। সেরকম হলে ফার্গুসনকে ভারতে চলে আসতে বলা হবে। তার রিহ্যাব ব্যাপারটা দেখবে কেকেআর শিবির। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র নেবেন লকি নিজেই।
advertisement
তিনি নিজেও জানেন এবার কেকেআর দলে প্যাট কামিন্স নেই। তার ওপর কতটা নির্ভর করে থাকেন কেকেআর শিবির। ব্যাট হাতেও অবদান রাখতে পারেন তিনি। কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং সাপোর্ট স্টাফরা এই ব্যাপারটা কিভাবে সামলান সেটাই এখন দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR: শ্রেয়স আইয়ারের পর তারকা পেসার চোটগ্রস্ত! মাঠে নামার আগেই সর্বনাশ কেকেআরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement