Local Sports: রাজ্য ক্রীড়ায় বিরাট চমক, স্বর্ণপদক পঞ্চম শ্রেণির পৃত্যুষ-এর
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
রাজ্যস্তরের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিক্সের গ- বিভাগে স্বর্ণপদক জিতেছে পৃত্যুষ
পূর্ব বর্ধমান: রাজ্যস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার এক খুদে পড়ুয়া। বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ৩৯ তম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। সেখানেই স্বর্ণপদক পেয়েছে পৃত্যুষ দে সরকার।পূর্বস্থলী-১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুর জিএসএফপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে।
রাজ্যস্তরের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিক্সের গ- বিভাগে স্বর্ণপদক জিতেছে পৃত্যুষ। গত ৯ ও ১০ মার্চ বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। সেখানে ২৩ টি জেলার প্রতিযোগীদের হারিয়ে সে এই সাফল্য লাভ করে। এই প্রসঙ্গে পৃত্যুষ-এর জিমন্যাস্টিকের শিক্ষক বলেন, ঠিক পথে চললে ও আরও অনেক দূর যাবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পৃত্যুষ প্রায় বছর তিনেক ধরে জিমন্যাস্টিক্স শিখছে। গত বছরে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এবার আরও উন্নতি করে প্রথম হল। এই বছর পৃত্যুষ প্রচুর পরিশ্রম করেছে। অঞ্চল থেকে শুরু করে ব্লক, জেলা প্রত্যেক জায়গাতেই প্রথম স্থান অর্জন করে সে। পরবর্তীতে সুযোগ পায় রাজ্য স্তরে খেলার। সেখানে সবাইকে হারিয়ে হল সেরা। এই সাফল্যের জেরে বর্তমানে খুশির হাওয়া বইছে পৃত্যুষ-এর বিদ্যালয় সহ পরিবার জুড়ে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 14, 2024 3:17 PM IST










