#রোজারিও: কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে আর্জেন্টিনার। আর কোনো সংশয় নেই। লিওনেল মেসি গত কয়েক মাস ধরে নিজের সেরা ছন্দে নেই। কখনো চোট, কখনো প্যারিসের ঠান্ডা আবহাওয়ায় মানিয়ে নিতে না পারা। কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন আধুনিক ফুটবলের রাজপুত্র। তাই দলের সেরা ফুটবলারকে দুটো ম্যাচের জন্য বিশ্রাম দেওয়ার কথা ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা সব মিলিয়ে সর্বশেষ ২৭ ম্যাচে অপরাজিত। বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে দশ দলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ীরাও এখনো বাছাইপর্বে কোনো ম্যাচ হারেনি।
লিওনেল মেসিকে না রেখেই এবারের বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের আর্জেন্টিনা দল ঘোষিত হতে পারে—এমন গুঞ্জন গত কয়েক দিনে আর্জেন্টিনা থেকে অনেকবারই এসেছে। ফরাসি সংবাদমাধ্যমও জানিয়েছিল, ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাব পিএসজিতেই থাকবেন, আর্জেন্টিনার হয়ে এবারের বাছাইপর্বের দুই ম্যাচে খেলবেন না। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল।
বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে আর্জেন্টিনা, সে দলে মেসি নেই। কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এবারের রাউন্ডে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতীয় সময় আগামী ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৫:৪৫ মিনিটে লিওনেল স্কালোনির দল নামবে চিলির মাঠে। এরপর ২ ফেব্রুয়ারি বুধবার ভারতীয় সময় ভোর ৫টা নিজেদের মাটিতে ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।
জুভেন্টাসের পাওলো দিবালা ডাক পেয়েছেন দলে। মেসি না থাকায় মেসির জায়গায় দিবালা কতটা আলো ছড়াতে পারেন, সেটি দেখার ব্যাপার হবে। রিভারপ্লেটে আলো ছড়িয়ে ইউরোপের বড় বড় ক্লাবের নজরে আসা ফরোয়ার্ড ইউলিয়ান আলভারেজকে গত কয়েকবারের মতো এবারও দলে রেখেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।With no Lionel Messi and Cristian Romero for Argentina, what would be your starting XI using these players? https://t.co/IlOYP5hHqR
— Roy Nemer (@RoyNemer) January 19, 2022
মেসি না থাকায় এবার তাঁরও খেলার সুযোগ বাড়তে পারে। আর্জেন্টিনার কোচ স্কালোনি অবশ্য আশাবাদী মেসি না থাকলেও দলকে যোগ্য নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডি মারিয়া। তার গোলেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এছাড়াও লিওনার্দো পারেদেস, লো সেলসো, আলেজন্দ্র গোমেজরা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Lionel Messi