শনিবার কোপায় নামছেন মেসি , জিতলেই শেষ আটে আর্জেন্টিনা
Last Updated:
জল্পনা শেষ। শনিবার কোপায় নামছেন লিও মেসি। শুক্রবার আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো জানিয়েছেন, পানামার বিরুদ্ধে মাঠে নামবেন মেসি।
#ক্যালিফোর্নিয়া: ফিট মেসি। আগামীকাল কোপায় নামছেন পানামার বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই শেষ আটে উঠবে আর্জেন্টিনা। উল্টোদিকে প্রথম ম্যাচে বলিভিয়াকে হারিয়ে চমক দিয়েছে পানামা। তাই বেশ সতর্ক আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো।
জল্পনা শেষ। শনিবার কোপায় নামছেন লিও মেসি। প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই গতবারের চ্যাম্পিয়নকে উড়িয়ে দিয়েছিল রানার্স আর্জেন্টিনা। কিন্তু পানামা ম্যাচে মেসিকে পেয়ে খুশি গোটা শিবির।
হন্ডুরাসের সঙ্গে প্রস্তুতি ম্যাচে পিঠে ও কোমরে চোট পেয়েছিলেন ফুটবলের রাজকুমার। একইসঙ্গে চলছিল আদালতে ব্যক্তিগত লড়াইও। এই চাপের মধ্যেই আমেরিকা এসেছিলেন লিও। প্রথম ম্যাচ ডাগ-আউটে বসেছিলেন। কিন্তু শুক্রবার আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো জানিয়েছেন, পানামার বিরুদ্ধে মাঠে নামবেন মেসি।
advertisement
advertisement
#CopaAmérica Gerardo Martino: "#Messi entrenó con el grupo y va a jugar mañana".
— Selección Argentina (@Argentina) 9 June 2016
ফলে প্রথম ম্যাচে খেলা গাইতাং-ই সম্ভবত মাঠের বাইরে যাচ্ছেন। অন্যদিকে, এবারের কোপায় ইতিহাস তৈরি করেছে পানামা। প্রথম ম্যাচেই বলিভিয়াকে হারিয়ে চমকে দিয়েছে তারা। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগে পানামা কোচের দাবি, মেসিদের রুখে দেবেন তাঁরা। যে যাই বলুক, শনিবার সকালে বাংলার ফুটবলপ্রেমীরা টিভি খুলবে একজনের জন্যই। তিনি লিও মেসি।
advertisement
মেসির চোট সারলেও এখনও পর্যন্ত দলের একজনের চোট নিয়ে কিছুটা চিন্তায় আর্জেন্টাইন শিবির ৷ তিনি লুকাস বিগলিয়া ৷ পেশিতে টান ধরায় শনিবারও খেলতে পারছেন না তিনি ৷ তবে পানামা ম্যাচে খেলতে না পারলেও আগামী ১৪ জুন বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন বিগলিয়া বলে জানিয়েছেন কোচ জেরার্দো মার্টিনো ৷
চিলি ম্যাচ জিতলেও পানামার বিরুদ্ধে শনিবার নিজেদের ১০০ শতাংশ দিতে এখন বদ্ধপরিকর আর্জেন্টিনা ৷ কারণ এই ম্যাচ জিতলেই যে কোয়ার্টার ফাইনাল !
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2016 2:11 PM IST