Lionel Messi: মায়ামিতে অপ্রতিরোধ্য মেসি, চোখ জুড়ানো ফ্রি কিক সহ জোড়া গোল, লিগস কাপের শেষ আটে বেকহ্যামের ক্লাব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi: নতুন ক্লাবে যোগ দিয়ে অব্যাহত লিওনেল মেসির স্বপ্নের ফর্ম। মেসি ম্যাজিকে ভর করে একের পর এক ম্যাচে জয়ের স্বাদ পাচ্ছে ইন্টার মায়ামি। এবার লিগস কাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে ডালাসেল বিরুদ্ধে জোড়া গোল করে দলকে দুরন্ত জয় এনেদিলেন আর্জেন্টাইন মহাতারকা।
কলকাতা: নতুন ক্লাবে যোগ দিয়ে অব্যাহত লিওনেল মেসির স্বপ্নের ফর্ম। মেসি ম্যাজিকে ভর করে একের পর এক ম্যাচে জয়ের স্বাদ পাচ্ছে ইন্টার মায়ামি। এবার লিগস কাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে ডালাসের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে দুরন্ত জয় এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। হাই স্কোরিং থ্রিলার ম্যাচের শেষ লগ্নে মেসির ফ্রি কিক থেকে করা আরও এক অনবদ্য গোলে ম্যাচে ৪-৪ সমতায় ফেরে মায়ামি। পরে টাই ব্রেকারে জয়। সেখানেও গোল করেন মেসি। তবে এদিন ফ্রি কিক থেকে যে দৃষ্টিনন্দন গোল করেছেন মেসি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে।
এদিন ডালাসের বিরুদ্ধে ম্যাচের সাত মিনিটেই গোলের মুখ খোলেন মেসি। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন বিশ্বজয়ী। লিড নিয়েও ফের একবার দলের খারাপ ডিফেন্সের খেসারত দিতে হয়। প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে যায় মায়ামি। ৩৭ ও ৪৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ডালাস। প্রথমার্ধে ডালাসের হয়ে দুটি গোল করেন ফাকুন্ডো কুইগনোন ও বের্নার্ড কামুনগো। পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
advertisement
OTRO GOLAZO DE NUESTRO CAPITÁN 🫡 🫡🫡#DALvMIA | 4-4 pic.twitter.com/aOhBw7LJGZ
— Inter Miami CF (@InterMiamiCF) August 7, 2023
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় ডালাস। ৬৩ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন অ্যালান ভেলাস্কো। সেই সময় অনেকেই ধরে নিয়েছিলেন এই ম্যাচে মেসিও হয়তো বাঁচাতে পারবেন না মায়ামিকে। তবে ম্যাচের ৬৫ মিনিটে বেঞ্জামিন ক্রেমাস্চি গোল করে ৩-২ করেন মায়ামির পক্ষে। কিন্তু ৬৮ মিনিটে আত্মঘাতী গোলে ফের ডালাসকে ২ গোলে লিড উপহার দেন রবার্ট টেলর। পাল্টা ৮০ মিনিটে আত্মঘাতি করে মায়ামির পক্ষে ব্যবধান ৪-৩ করেন মার্কো ফার্হান।
advertisement
আরও পড়ুনঃ IND vs WI 2nd T20: ১২ বছর পর লজ্জার রেকর্ড ভারতের, শেষ ৩ ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে ‘ডু অর ডাই’
ম্যাচের ৮৫ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় মায়ামি। শট নিতে যান মেসি। সেটাই যে কার্যত শেষ সুযোগ তা জানতেই মেসি। আর সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি মেসি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করেন মেসি। গোলকিপার সর্বস্ব দিয়ে চেষ্টা করেও বল জালে জড়ানো আটকাতে পারেননি । এরপর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে জেতে মায়ামি। ১১ অগাস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে নামবে বেকহ্যামের ক্লাব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 2:54 PM IST