`আর্জেন্টিনা দলের কথা লিখুন, আমাকে ফোকাস করবেন না' ! ইতিহাস তৈরি করে বললেন মেসি

Last Updated:

Lionel Messi proud to be the captain of an Argentine team who can fight for World Cup with their life. আর্জেন্টিনা দলের সকলে বিশ্বকাপের জন্য জীবন দিতেও রাজি, ইতিহাস তৈরি করে বললেন মেসি

মেসির মুখে দলের কথা, এটাই চান অধিনায়ক
মেসির মুখে দলের কথা, এটাই চান অধিনায়ক
#দোহা: লিওনেল মেসি নিজের পারফরমেন্স নিয়ে বেশি শব্দ খরচ করতে পছন্দ করেন না সেটা জানাই ছিল। এবারেও বিশ্বকাপে নিজের ওপর লাইন লাইট চাইছেন না তিনি। অস্ট্রেলিয়াকে হারানোর পর মেসি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার ওপর ফোকাস না করে সংবাদ মাধ্যম যেন দল হিসেবে আর্জেন্টিনার কথা বলে। যেভাবে প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে যাওয়ার পর মার্টিনেজ, আকুনা, আলভারেজ, মোলিনারা দুর্দান্ত কামব্যাক ঘটিয়েছেন সেটা প্রমাণ করে দল হিসেবে আর্জেন্টিনার শক্তি।
মেসি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এমন একটা দলের অধিনায়ক হতে পেরে তিনি গর্বিত। এই আর্জেন্টিনা দলের প্রত্যেক ফুটবলার বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া। কিন্তু একটি করে ম্যাচ ধরে এগোতে চান তারা। বেশি দূর লক্ষ্য রাখছেন না। দেশের জার্সিতে ১৬৯ ম্যাচ ছিল মেসির। আর্জেন্টিনার জার্সিতে ৯৪ তম গোল মেসির।
যেভাবে ম্যাক আলিস্টারের পাস থেকে ছোট্ট জায়গা কাজে লাগিয়ে ফিনিশ করে গেলেন সেটা বোধহয় একমাত্র তার পক্ষেই সম্ভব। মেসি গোল করলেন বটে। কিন্তু প্রথম থেকেই আর্জেন্টিনা দলটা তেল খাওয়া মেশিনের মত খেলল। নীচে নিকোলাস, আকুনা, মিডফিল্ড অঞ্চলে ডে পল, ফার্নান্ডেজ নেতৃত্ব দিলেন জায়গা জুড়ে। ওপরে আলভারেজ এবং পাপূ গোমেজ প্রচুর পরিশ্রম করলেন।
advertisement
advertisement
মেসি ছিলেন অন্য দিনের মতোই রোমিং ফুটবলারের ভূমিকায়। মাঝখানে কড়া মার্কিং এড়াতে সরে যাচ্ছিলেন উইংয়ে। বিশ্বকাপে গোল করার ক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছেন দিয়েগো মারাদোনাকে। কিন্তু এসব পরিসংখ্যান নিয়ে গুরুত্ব দিচ্ছেন না এল এম টেন। তার লক্ষ্য শুধু বিশ্বকাপ ট্রফি।
advertisement
ব্রাজিলের মাটিতে আট বছর আগে সম্ভব হয়নি। ফাইনালে হেরে গিয়েছিলেন জার্মানির কাছে। রাশিয়ার মাটিতে জঘন্য পারফরমেন্স ছিল আর্জেন্টিনার। কিন্তু এবার একটু অন্যরকম মনে হচ্ছে এই দলটাকে। নীল সাদা জার্সিতে বছর দুয়েক আগেই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছেন মেসি, ২৮ বছরের অপেক্ষার অবসান করে।
৩৬ বছর পর তবে কি এবার আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ আসতে চলেছে? উত্তরটা সময় জানে। লিওনেল মেসি আধুনিক ফুটবলের বরপুত্র নিজের ফুটবল জীবনের শেষ স্টেশনে সবচেয়ে বড় পুরস্কার নিয়ে ফিরবেন কিনা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
`আর্জেন্টিনা দলের কথা লিখুন, আমাকে ফোকাস করবেন না' ! ইতিহাস তৈরি করে বললেন মেসি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement