Argentina: ভারতের পাশের দেশেই আসছে মেসির আর্জেন্টিনা! পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বেজিং: ভারতের পাশের দেশেই এবার আসছে মেসির আর্জেন্টিনা। পরের মাসেই আসছে বিশ্ব চ্যাম্পিয়নরা। একেবারে পাকা খবর। এশিয়াতেই খেলতে আসছে আর্জেন্টিনা দল। চিন ও ইন্দোনেশিয়ায় সফর করবে তারা। ১৫ জুন চিনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে ইন্দোনেশিয়ায় যাবেন মেসিরা। সেখানে তারা খেলবেন স্বাগতিকদের বিপক্ষে। এই দুটি ম্যাচের জন্য রবিবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ডাক পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ ডেভিভ সিমিওয়েনের ছেলে জিওভানি সিমিওনে। ইতিলিয়ান সিরি-আতে নাপোলির শিরোপা জয়ে ভূমিকা রাখার পুরস্কার পেলেন তিনি। দলে নেই বিশ্বকাপ জয়ী দলের দুই তারকা পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজ। দুজনেই আছেন চোট সমস্যায়।
এর আগে ভারত এবং বাংলাদেশের মাটিতে অধিনায়ক হিসেবে মেসি এসেছিলেন আর্জেন্টিনা দল নিয়ে। তখন করছিলেন প্রয়াত সাবেলা। সেবার কলকাতায় ভেনিজুয়েলা এবং বাংলাদেশে নাইজেরিয়ার বিরুদ্ধে খেলেছিল নীল সাদা জার্সিধারীরা।
advertisement
advertisement
এশিয়া সফরের আর্জেন্টিনা দল
Argentina Squad for Asia Tour 🚨 pic.twitter.com/RIBFC7KPPl
— mustaq hossain (@mustaqhossain21) May 27, 2023
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।
রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া।
advertisement
মাঝমাঠ : লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।
আক্রমণভাগ: লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 9:23 PM IST