Mehtab Hossain : দেশের জার্সিতে ফুটবল খেলেও SIR নোটিস! BLO-র ফোন পেয়ে বিশ্বাসই করতে পারছেন না বাংলার কিংবদন্তি ফুটবলার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mehtab Hossain : এসআইআরের শুনানিতে ডাক পড়ল মেহতাব হোসেনের। এর আগে বাংলার পেসার মহম্মদ শামিরও ডাক পড়েছিল এসআইআর হিয়ারিং-এ।
কলকাতা : কলকাতার দুই প্রধানে খেলেছেন, দেশের জার্সি গায়েও তাঁকে দেখা গিয়েছে। তাঁরও কি না ডাক পড়ল এসআইআর নোটিসে!
এসআইআরের শুনানিতে ডাক পড়ল মেহতাব হোসেনের। এর আগে বাংলার পেসার মহম্মদ শামিরও ডাক পড়েছিল এসআইআর হিয়ারিং-এ। ১লা ফেব্রুয়ারি বারুইপুরের কাছে মল্লিকপুরের আব্দুস শকুর হাইস্কুলে হাজির হতে হবে প্রাক্তন ফুটবলারকে।
মেহতাব হোসেন বুধবার রাতে বিএলও-র ফোন পান। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল। তবে তাঁর মায়ের নামে ভুল আছে বলে জানানো হয়। তাই মেহতাবকে শুনানিতে ডাকা হয়েছে।
advertisement
advertisement
এই মুহূর্তে বেঙ্গল সুপার লিগের সঙ্গে যুক্ত মেহতাব। ফলে তাঁর দল যদি ফাইনাল খেলে তা হলে তিনি ১লা ফেব্রুয়ারি শুনানিতে হাজির থাকতে পারবেন না। ফলে তিনি ২ ফেব্রুয়ারি শুনানিতে যোগ দেওয়ার অনুরোধ করবেন।
মেহতাব এখন নিউ টাউনে থাকেন। কিন্তু তাঁর আদি বাড়ি মল্লিকপুরে। ফলে তিনি এখনও সেখানকার ভোটার। শুনানিতে ডাক পাওয়ায় খুবই বিরক্ত মেহতাব। তিনি বলেছেন, ‘দেশের জার্সিতে এতগুলো ম্যাচ খেলেছি, তার পরও নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ দিতে হবে! এটা আর নেওয়া যাচ্ছে না। অফিস থাকে, ফুটবল আছে। আমার মতো অনেকেরই ব্যস্ততা থাকে। রোজ বহু মানুষকে এভাবে হয়রানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন- ফের চোট ভারতীয় দলে! রান করেও দলের বাইরে তারকা ব্যাটার, একাদশে চমকে দেওয়া বদল
উল্লেখ্য, নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবার, অমর্ত্য সেন, মহম্মদ শামির মতো মানুষদেরও এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল। সেই কথাও এদিন বলেন মেহতাব। তাঁর বক্তব্য, এসব ক্ষেত্রে বিবেচনা করা উচিত। না হলে এই হয়রানি চলতেই থাকবে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 1:40 PM IST











