এবার অভিধানে জায়গা পেল 'পেলে' শব্দ, জেনে নিন কোন অর্থ ব্যবহার হবে ব্রাজিল কিংবদন্তীর নাম

Last Updated:

মৃত্যুর পর পেলেকে স্মরণ করে রাখতে ও সম্মান জানাতে আরও এক অভিনব উপায় অবলম্বন করা হল। অভিধানে জায়গা পেলেন পেলে। ব্রাজিলের একটি পর্তুগিজ অভিধানে অন্তর্ভূক্ত করা হয়েছে পেলে শব্দটি।

স্যান্টোস: ২০২২ সালে ২৯ ডিসেম্বর প্রয়াত হন ফুটবল কিংবদন্তী তথা ৩ বারের বিশ্বজয়ী ব্রাজিল মহাতারকা পেলে। ফুটবল জীবনে অসমান্য কৃতিত্বের জন্য 'ফুটবল সম্রাট' আগে থেকেই বলা হত পেলেকে। এবার মৃত্যুর পর পেলেকে স্মরণ করে রাখতে ও সম্মান জানাতে আরও এক অভিনব উপায় অবলম্বন করা হল। অভিধানে জায়গা পেলেন পেলে। ব্রাজিলের একটি পর্তুগিজ অভিধানে অন্তর্ভূক্ত করা হয়েছে পেলে শব্দটি। ব্রাজিলের মাইকেলিস অভিধানের পক্ষ থেক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে।
ব্রাজিলের এই অভিধানে পেলে শব্দটি একটি বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। যার অর্থ হিসেবে বলা হয়েছে এমন এক জন যিনি অতুলনীয়, অনন্য, বিস্ময়কর, ব্যতিক্রমী, সেরার সেরা। অর্থাৎ খেলা, রাজনীতি থেকে শুরু করে যে কোনও বিভাগেই সেরা ব্যক্তিকে এবার 'পেলে' বলা হবে। অভিধানে বলা হয়েছে, ‘অসাধারণ কেউ বা যার গুণমান, দক্ষ এবং শ্রেষ্ঠত্ব অতুলনীয়। সেই পেলের মতো। তাকেই পেলে বলা হবে’। পেলে শব্দকে অভিধানের অন্তর্ভুক্ত করার জন্য ১ লক্ষ ২৫ হাজার সি সংগ্রহ করে দাবি জানানো হয়েছিল। অবশেষে সেই দাবি মান্যতা পেল।
advertisement
advertisement
কিংবদন্তী পেলে এমন সম্মান পাওয়ার পর খুশি গোটা ব্রাজিল। এর ফলে কোনও দিনও কেউ পেলেকে ভুলতে পারবে না। সবকিছুর সেরাকেই পেলে বলা হবে। পেলের ক্লাব স্যান্টোস এফসি পেলে ফাউন্ডেশনের তরফ থেকে এই ঘোষণার পর উদযাপন করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের খুশি ও গর্বের কথা জানায় স্যান্টোস এফসি। লেখা হয়েছে,'এত দিন সেরা বোঝাতে যাঁর নাম বার বার ব্যবহার করা হত তা এ বার অভিধানে ঠাঁই পেল। অভিধানে পেলের নাম যুক্ত করে আমরা ইতিহাস তৈরি করেছি।'।
advertisement
View this post on Instagram

A post shared by Pelé Foundation (@pele)

advertisement
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে কোলন ক্যানসারে ভোগার পর গত বছর ২৯ ডিসেম্বর প্রয়াত হন পেলে। ফুটবল কেরিয়ারে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছেন পেলে। দেশের জার্সিতে ৭৭টি গোল করেছেন পেলে। ক্লাবের ফুটবলে স্যান্টোসের হয়েও অসংখ্য রেকর্ড রয়েছে পেলের। স্যান্টোসের হয়ে ৬৪৩টি গোল করেছেন তিনি। ফুটবল সম্রাট পেলে এবার অভিধানে জায়গা পাওয়া খুশি বিশ্ব জুড়ে পেলে সমর্থকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবার অভিধানে জায়গা পেল 'পেলে' শব্দ, জেনে নিন কোন অর্থ ব্যবহার হবে ব্রাজিল কিংবদন্তীর নাম
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement