Rashid Khan on Pant and Shreyas : মেরে চামড়া গুটিয়ে দেবে! কোন দুজন ভারতীয় ব্যাটসম্যানকে ভয় পাচ্ছেন রশিদ খান?

Last Updated:

Rashid Khan says Shreyas Iyer and Rishabh Pant extremely dangerous to bowl in IPL. আইপিএলে শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পন্থকে বল করা চ্যালেঞ্জিং বলছেন রশিদ

আইপিএলের সেরা দুই ব্যাটসম্যান হতে চলেছেন পন্থ এবং শ্রেয়স, বলছেন রশিদ খান
আইপিএলের সেরা দুই ব্যাটসম্যান হতে চলেছেন পন্থ এবং শ্রেয়স, বলছেন রশিদ খান
কোচ হিসেবে রয়েছেন গ্যারি কারস্টেন। রশিদ খান মনে করেন যথেষ্ট ভারসাম্য যুক্ত দল হয়েছে গুজরাতের। তবে যখন তাকে প্রশ্ন করা হয় এবারের আইপিএলে কোন দুজন ব্যাটসম্যানকে বল করা বেশ চ্যালেঞ্জিং হবে - একমুহূর্ত ভেবে রশিদ খান জানান ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। ইদানিং ভারতের জার্সিতে এই দুজন ব্যাটসম্যান দুরন্ত ছন্দে আছেন। আগে দুজনেই ছিলেন দিল্লিতে। এখন পন্থ দিল্লির ক্যাপ্টেন হওয়ার পর শ্রেয়স আইয়ার এসেছেন কেকেআরে।
advertisement
advertisement
রশিদ খান মনে করেন শ্রেয়স এবং ঋষভ এই মুহূর্তে স্বপ্নের ছন্দে আছেন। তাই বিদেশি ব্যাটসম্যানদের থেকেও তাদের এগিয়ে রাখছেন আফগান তারকা। রশিদ জানিয়েছেন দুজনেই স্টেপ আউট করে স্পিন খেলতে পারে। স্পিন ভাঙার আগে নির্বিষ করে দেওয়ার ক্ষমতা আছে দুজনের। তাছাড়া আত্মবিশ্বাস এবং পাওয়ার হিটিং করার ক্ষেত্রে পন্থ এবং শ্রেয়স আইয়ার প্রচণ্ড আত্মবিশ্বাসী।
advertisement
তবে অভিজ্ঞতার বিচারে তার মনে হয়, দুজনেরই কিছু দুর্বলতা রয়েছে। তাই এই দু'জনকে বল করতে গেলে লুজ বল দেওয়া সম্ভব নয়। লাইন এবং লেন্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্লিপার, গুগলি, রং ওয়ান বা স্টক বল - যেটাই করুন সঠিক জায়গায় ফেলতে হবে। না হলে চরম মূল্য দিতে হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rashid Khan on Pant and Shreyas : মেরে চামড়া গুটিয়ে দেবে! কোন দুজন ভারতীয় ব্যাটসম্যানকে ভয় পাচ্ছেন রশিদ খান?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement