পুণেতে ‘বুড়ো’ হাতে ভেল্কি দেখাতে তৈরি লিয়েন্ডার

Last Updated:

পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপ টাই খেলার আগে লিয়েন্ডার পেজ জানালেন, তিনি আগামীর দিকে তাকিয়ে।

#পুণে: কোথায় অবসর। ওটা স্রেফ একটা জল্পনা। পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপ টাই খেলার আগে লিয়েন্ডার পেজ জানালেন, তিনি আগামীর দিকে তাকিয়ে। ইউকি ভামরিকে নিয়ে কাল রেকর্ডের কোর্টে ভারতীয় টেনিসের রেকর্ডপ্লেয়ার।
২ ফেব্রুয়ারি ১৯৯০। ২৭ বছর পর ক্যালেন্ডারের পাতায় ৩ ফেব্রুয়ারি। সেদিনের লিয়েন্ডার আজও আছেন। এবং অবলীলায়। ৪৩ বছর বয়সে তিনি জোড়া ইতিহাসের সামনে। শুক্রবার পুণের বালেওয়াড়ি টেনিস কমপ্লেক্সে ডেভিসকাপের টাই। সামনে নিউজিল্যান্ড। ইতিহাস এক, ভারতের হয়ে ডেভিস কাপের ৫৫তম ম্যাচ খেলতে নামবেন লি। আর ইতিহাস দুই, ডাবলস জিতলে ছুঁয়ে ফেলবেন ইতালির নিকোলাকে। গত কয়েকদিন ধরেই তাঁর অবসর জল্পনা নিয়ে ঝড় বইছে। বাবা ভেজ পেজও ইঙ্গিত দিয়েছেন, এটাই হয়তো শেষ ম্যাচ। কিন্তু লিয়েন্ডার বলছেন, আরও এগিয়ে যেতে চান। চোটের কারণে এই ম্যাচে নেই সাকেত মিনানি। পরিবর্তে খেলছেন ইউকি ভামরি। তাতেও দমানো যাচ্ছে না বেকবাগানের বিস্ময়কে। আঠেরো বছর পর পুণেতে টেনিস খেলবে ভারত। ১৯৭৮-র পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর হারেনি ভারত। এই সব টুকরো পরিসংখ্যান হয়তো পরিসংখ্যান হয়েই থেকে যাবে। শুক্রবার বাজিরাওয়ের শহরে নতুন মস্তানি করতে নামবেন তেতাল্লিশ বছরের লিয়েন্ডার পেজ। কোথায় অবসর। ওটা স্রেফ জল্পনা !
বাংলা খবর/ খবর/খেলা/
পুণেতে ‘বুড়ো’ হাতে ভেল্কি দেখাতে তৈরি লিয়েন্ডার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement