SAFF Cup: ফুটবলে আবার ৪ গোল খেল পাকিস্তান! কুয়েতের কাছে হেরে সাফ অভিযান শেষ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
নেপালের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ এবার শুধু নিয়ম রক্ষার হয়ে দাঁড়াল তাদের কাছে। গতি, স্কিল, শক্তি কিছুতেই কুয়েতের সঙ্গে পারেনি পাকিস্তান
বেঙ্গালুরু: দু ম্যাচ খেলে ৮ গোল হজম। একটি ও গোল করতে পারেনি পাকিস্তান। যা হবার তাই হল। সাফ কাপ থেকে বিদায় ঘটে গেল তাদের। শনিবার আরও একটি জঘন্য ফুটবল ম্যাচ উপহার দিল পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয় দিয়ে সাফ কাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। দিন তিনেক আগে সুনীল ছেত্রীর হ্যাটট্রিক শেষ করে দিয়ে গিয়েছিল পাকিস্তানের যাবতীয় আশা।
৪-০ জিতেছিল ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এদিন পাকিস্তানকে কুয়েতকে হারাতে হত। ফিফা তালিকায় যেখানে কুয়েত ১৪৩ সেখানে পাকিস্তান ১৯৩। তাই কুয়েত পাকিস্তানের থেকে শক্তিতে অনেক এগিয়ে সেটা জানা ছিল। তবে লড়াই করা দূরে থাক, বেঙ্গালুর মাঠে প্রথম আর্ধেই তিন গোল খেয়ে গেল পাকিস্তান।
Kuwait blank Pakistan 🇵🇰 to collect six points from two matches in Group A of Bangabandhu 2023 #SAFF Championship in Bangalore! 🇰🇼 #SAFFChampionship2023 #StrengthInUnity pic.twitter.com/znLR7uNUi5
— SAFF Football (@SAFFfootball) June 24, 2023
advertisement
advertisement
আল এনেজি একটি এবং আল ফানেনি জোড়া গোল করলেন। আল রশিদি চতুর্থ গোল করলেন সেকেন্ড হাফের মাঝামাঝি। আরো একটি গোল হয়েছিল। অফ সাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়। না হলে আরো বড় ব্যবধানে পরাজয় নিশ্চিত ছিল পাকিস্তানের। এই পরাজয়ের ফলে সাফ থেকে বিদায় নিল পাকিস্তান।
নেপালের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ এবার শুধু নিয়ম রক্ষার হয়ে দাঁড়াল তাদের কাছে। গতি, স্কিল, শক্তি কিছুতেই কুয়েতের সঙ্গে পারেনি পাকিস্তান। প্রথম ম্যাচ হেরে কিছু অজুহাত দিয়েছিল তারা। আজ আর অজুহাত দেওয়ার কিছু ছিল না। দু ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল কুয়েত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 5:47 PM IST