Viral Video: অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে 'বিয়ে' করলেন কলকাতার মডেল! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Last Updated:

Kolkata model YouTuber married Australia's Travis Head virtually: বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড। অজি ব্যাটারের ইনিংস দেখে তাঁর প্রেমে পাগল কলকাতার এক মডেল।

ট্রেভিস হেডকে 'বিয়ে' করলেন কলকাতার মডেল!
ট্রেভিস হেডকে 'বিয়ে' করলেন কলকাতার মডেল!
কলকাতা: বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড। অজি ব্যাটারের ইনিংস দেখে তাঁর প্রেমে পাগল কলকাতার এক মডেল-অভিনেত্রী-ইউটিউবার। প্রেমে পড়ে এমন কাণ্ড ঘটালেন হেমশ্রী ভদ্র (ইনস্টাগ্রামে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টের নাম যদিও selena.bb22) এমন কাণ্ড ঘটালেন যা নেট দুনিয়ায় ভাইরাল। চুপিসারে হেডকে ‘বিয়ে’ করে ফেললেন কলকাতার মডেল।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন হেমশ্রী ভদ্র। যেখানে তাকে লাল বেনারসীতে দেখা গিয়েছে। কপালে বড় করে লম্বা সিঁদুর পড়া। হাতে ধরা ট্র্য়াভিসের ফটো। ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে,”বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে ট্রেভিস হেড আমার মন জয় করে নিয়েছে। তাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভার্চুয়ালি বিয়ে করে নিলাম”। হেডের নামে নিজের ‘হেডে’ সিঁদুর পরেছেন বলে জানান হেমশ্রী। এমনকী হেডকে নিজের স্বামী হওয়ার আবদারও করেছেন তিনি। এই ভিডিওতে তার পরিবারের সদস্যদের পিছন থেকে শঙ্খ বাজাতে ও উলু ধ্বনি দিতে দেখা যায়।
advertisement
advertisement
advertisement
এই ভিডিওটি ট্রেভিস হেডকে ট্যাগও করেছেন হেমশ্রী। ইনস্টায় অজি তারকার থেকে হেমশ্রীর ফলোয়ার সংখ্যা বেশি। এই ভিডিওর জন্য নেটিজেনরা তিরস্কারও করেছেন হেমশ্রীকে। যদিও সেসব পাত্তা দিতে নারাজ। ভিডিও ডিলিটও করবেন না বলে জানিয়েছেন তিনি। একমাত্র ট্রেভিস হেড আপত্তি করলে তা ডিলিট করবেন বল জানিয়েছেন হেমশ্রী ভদ্র।
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে 'বিয়ে' করলেন কলকাতার মডেল! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement