রায়নাদের বধ করেই আইপিএল অভিযান শুরু করতে মরিয়া গম্ভীররা
Last Updated:
আইপিএল টেন-এ নাইটদের অভিযান শুরু শুক্রবার ৷
#রাজকোট: আইপিএল টেন-এ নাইটদের অভিযান শুরু শুক্রবার ৷ প্রতিপক্ষ গুজরাত লায়ন্স৷ রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সুরেশ রায়নাদের বিরুদ্ধে টুর্নামেন্টের দশম সংস্করণে প্রথম ম্যাচে নামবেন গৌতম গম্ভীররা৷
আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দল শাহরুখ খানের নাইট রাইডার্সের লক্ষ্য এবার ট্রফির হ্যাটট্রিক৷ আইপিএল নাইনে শুরুটা দারুণ করেও শেষরক্ষা হয়নি৷ এবার তার থেকে শিক্ষা নিয়ে কিছুটা সতর্ক গম্ভীর অ্যান্ড কোং৷ গত বছর ট্রফি জয়ের ব্যাপারে অন্যতম দাবিদার ছিল কিং খানের দল৷ কিন্তু প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়৷ এবার নাইটদের সবচেয়ে বড় সমস্যা ম্যাচ-উইনার আন্দ্রে রাসেলের না-থাকা ৷ এক বছরের নির্বাসনে থাকায় আইপিএল টেন-এর মঞ্চে দেখা যাবে না ক্যারিবিয়ান হার্ড-হিটারকে৷ রাসেল না-থাকলেও ক্যারিবিয়ানের দুই প্রতিনিধি এবার নাইটদের দলে যোগ দিয়েছেন ৷ বিগ-হিটিং রভম্যান পাওয়েল এবং অভিজ্ঞ ডারেন ব্র্যাভো৷ এছাড়াও শাহরুখের দলে এবারে নতুন মুখ নিউজিল্যান্ড অল-রাউন্ডার কলিন ডে গ্র্যান্ডহম ৷ টি-২০ ফর্ম্যাটে যাঁর স্ট্রাইক-রেট ১৭১.০৪৷
advertisement
আইপিএলের দশম সংস্করণে গম্ভীররা পাচ্ছেন না বোলিং পরামর্শদাতা ওয়াসিম আক্রমকে৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে অনেক আগেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান প্রাক্তন এই পাক পেসার৷ আক্রম না-থাকায় এবার নাইটদের কোচের দায়িত্ব পুরোপুরি জাক ক্যালিসের হাতে৷ নাইটদের বোলিংয়ে পেস ও স্পিনে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে৷ স্পিন বিভাগে ক্যারিবায়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের সঙ্গে রয়েছেন ভারতীয় চায়নাম্যান কুলদীপ যাদব ও পীযুষ চাওলা৷ আর পেস আক্রমে উমেশ যাদবের সঙ্গে রয়েছেন ট্রেন্ট বোল্ট, ক্রিস ওয়াকস এবং নাথান কাল্টার-নিল৷
advertisement
advertisement
২০১১ থেকে নাইটদের নেতৃত্ব দেওয়া গম্ভীর দু’বারই নাইটদের ট্রফি দিয়েছেন৷ পাঁচ বছরে তাঁর গম্ভীরের নেতৃত্বে চারবার প্লেলে-অফ খেলেছে কেকেআর৷ বুধবার প্রথম ম্যাচে সম্ভবত উমেশকে বাইরে রেখেই মাঠে নামতে চলেছে নাইটরা৷
লায়ন্সের বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য একাদশ হল- গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মণিশ পাণ্ডে, ইশাঙ্ক জাগ্গি, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, সাকিব আল-হাসান, ক্রিস ওকস, সুনীল নারিন, ট্রেন্ট বোল্ট ও কুলদীপ যাদব৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2017 8:57 AM IST