#কলকাতা: ঐতিহাসিক গোলাপি টেস্টের অপেক্ষায় সময় গুনছে কলকাতা৷ আজ সকালে কলকাতায় এলেন টিম ইন্ডিয়ার হিটম্যান রোহিত শর্মা৷ ২২ নভেম্বর ইডেনে ভারতের প্রথম দিনরাতের টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ৷ ইডেনে এই ঐতিহাসিক টেস্টে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
ম্যাচের প্রথম দিন শেখ হাসিনা থাকবেন গ্যালারিতে৷ দ্বিতীয় দিন আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম৷ ইডেনে জিততে পারে বাংলাদেশ, হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম৷ যদিও আমল দিচ্ছে না টিম ইন্ডিয়া৷Today evening Tata center disappears & new spectacle comes in its place. Keep waiting for the magic to unveil on the city scape.#CAB#PinkBallTest #INDvBAN pic.twitter.com/wR3z7xBWLA
— CABCricket (@CabCricket) November 20, 2019
The city turns Pink in anticipation to the 1st ever #PinkBall Test in India. #CAB#INDvBAN pic.twitter.com/iqbDxCa2Ed— CABCricket (@CabCricket) November 19, 2019
আজ সকাল থেকেই ইডেনে প্র্যাক্টিস শুরু করেছে বাংলাদেশ৷ বিকেলে প্র্যাক্টিসে নামবে বিরাট-বাহিনী৷ ঐতিহাসিক টেস্টের আগে ইতিমধ্যেই ইডেনকে ফিট সার্টিফিকেট দিয়ে পিডব্লুডি৷ ইডেনে ভিভিআইপি-দের বসার জায়গা-সহ যাবতীয় পরিদর্শন করেছে কলকাতা পুলিশ৷ গোলাপি আলোয় মুড়ে দেওয়া হয়েছে ইডেনের গ্যালারি৷ কলকাতায় চলে এসেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও৷