রাহুল বাদ, আজ তিন নম্বরে নামছেন না ক্যাপ্টেন কোহলি, দেখে নিন প্রথম একাদশ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুদায়িত্বে কোহলি।
#আহমেদাবাদ: তিন বা চারে নয়, আজ বিরাট কোহলি সোজা ওপেনিং-এ। কাজটা সহজ নয়। তবে তিনি বিরাট কোহলি। ক্যাপ্টেন অফ দ্য শিপ। জাহাজ যখন কঠিন রাস্তা পেরোচ্ছ, তখন অধিনায়ককেই এগিয়ে আসতে হয়। বিরাট ঠিক সেটাই করেছেন। রান পাচ্ছিলেন না কে এল রাহুল। ফলে তিনি যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়বেন তা কিছুটা প্রত্যাশিতই ছিল। হলও তাই। আজ বিরাট কোহলি ওপেন করবেন। সঙ্গে রোহিত শর্মা।
অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করা ঈশান কিশান এই ম্যাচে সুযোগ পাবেন বলে অনেকে আন্দাজ করেছিলেন. কিন্তু তেমনট হল না। কোহলির জায়গায়, অর্থাত্, তিনে আজ ব্যাটিং করবেন সূর্যকুমার যাদব। তিনিও দারুন ফর্মে রয়েছেন। কোহলি জানিয়েছেন, দলে ভারসাম্য রক্ষার জন্যই সিরিজের শেষ ম্যাচে ম্যানেজমেন্টকে প্রথম একাদশ পরিবর্তন করতে হয়েছে। দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ-
advertisement
রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, আর চাহার, টি নটরাজন।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2021 6:57 PM IST