IND vs AUS: প্রথমবার নিলেন কোহলির উইকেট! তারপর যেই 'কাণ্ড' ঘটল জেভিয়ার বার্টলেটের সঙ্গে! জানলে অবাক হবেন

Last Updated:

IND vs AUS: অস্ট্রেলিয়ার তরুণ পেসার জেভিয়ার বার্টলেট বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে আলোচনার কেন্দ্রে চলে আসেন।

News18
News18
অস্ট্রেলিয়ার তরুণ পেসার জেভিয়ার বার্টলেট বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে আলোচনার কেন্দ্রে চলে আসেন। ম্যাচের শুরুতেই তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে এলবিডব্লিউ আউট করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার বার্টলেট কোহলিকে আউট করলেন, যা ছিল তার কেরিয়ারের অন্যতম বড় সাফল্য।
কোহিলর উইকেট নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিরাট ফ্যানেদের থেকে চরম বিদ্রুপের শিকার হন জেভিয়ার বার্টলেট। ইনস্টাগ্রামে তার পুরোনো ছবিতে হাজার হাজার কটূ মন্তব্য পড়তে থাকে। কেউ কেউ তাকে বিদ্রূপ করে “কোহলির ছেলে”, “কোহলি তোর বাপ”, বলেও সম্বোধন করেন। ২২ হাজারের বেশি ফলোয়ার্স থাকা এই তরুণ ক্রিকেটারের অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি মন্তব্য পড়ে। যেগুলোর অধিকাংশই ছিল আক্রমণাত্মক।
advertisement
advertisement
ম্যাচ শেষে বার্টলেট বিষয়টি নিয়ে সংযত প্রতিক্রিয়া জানান। ফক্স ক্রিকেটকে তিনি বলেন, “কোহলি সম্ভবত সাদা বলের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। আমি ভাগ্যবান যে তাকে আউট করতে পেরেছি। আসলে আউটসুইঙ্গার দিতে চেয়েছিলাম, বলটা ভেতরে ঢুকে যায়—একটু ভাগ্যের সাথ ছিল।”
advertisement
অন্যদিকে, কোহলির জন্য দিনটি ছিল একেবারেই হতাশার। কেরিয়ারে প্রথমবার তিনি একদিনের ক্রিকেটে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হন। এটি অস্ট্রেলিয়ার মাটিতে তার মাত্র দ্বিতীয় ডাকও বটে। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান ইতোমধ্যে টেস্ট ও টি-২০ থেকে অবসর নিয়েছেন, ফলে ওয়ানডেতেই এখন তার শেষ অধ্যায় চলছে।
advertisement
আগামী শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সেখানে কোহলি শেষবারের মতো ছন্দ ফিরে পাওয়ার সুযোগ পাবেন, আর বার্টলেটও হয়তো চেষ্টায় থাকবেন নিজের উদীয়মান কেরিয়ারে আরও একটি স্মরণীয় মুহূর্ত যোগ করতে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: প্রথমবার নিলেন কোহলির উইকেট! তারপর যেই 'কাণ্ড' ঘটল জেভিয়ার বার্টলেটের সঙ্গে! জানলে অবাক হবেন
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement