রাহুলের সেঞ্চুরিতে জামাইকায় চালকের আসনে ভারত

Last Updated:

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬ ভারত : ৩৫৮/ ৫ ( ১২৫ ওভার) দ্বিতীয় দিনের শেষে ১৬২ রানে এগিয়ে ভারত ৷ হাতে রয়েছে ৫ উইকে

ওয়েস্ট ইন্ডিজ :  ১৯৬
ভারত : ৩৫৮/ ৫ ( ১২৫ ওভার)
দ্বিতীয় দিনের শেষে   ১৬২ রানে এগিয়ে ভারত ৷ হাতে রয়েছে ৫ উইকেট
#জামাইকা : মুরলী বিজয়ের আঙুলের  চোটের জন্যই প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ৷ আর সেটাকে ভালমতোই কাজে লাগাতে সফল তরুণ ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ৷ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি পেয়েছিলেন ৷ আইপিএলেও পারফরম্যান্স ভাল ৷ তাই লোকেশের উপর আস্থা রাখতে বিশেষ ভাবতে হয়নি অধিনায়ক বিরাটকে ৷  মাঠে নেমে অধিনায়কের আস্থার পূর্ণ মর্যাদা রাখতে সফল লোকেশ রাহুল (১৫৮) ৷ তাঁর সেঞ্চুরির দৌলতে টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত ৷ এগিয়ে ১৬২ রানে ৷
advertisement
advertisement
রাহুলকে সাফল্য পেতে অবশ্য বিশেষ বেগ পেতে হয়নি ৷ ক্যারিবিয়ানদের নিম্নমানের বোলিং কখনই কোনও সমস্যায় ফেলেনি ভারতীয় ব্যাটসম্যানদের ৷ তবে দলের এক নম্বর ওপেনারের পরিবর্ত হিসেবে নামার চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না নবাগত রাহুলের কাছে ৷ কিন্তু ব্যাট হাতে ফের নিজের জাত চেনালেন কর্ণাটকি ব্যাটসম্যান ৷
Lokesh Rahul,Cheteshwar Pujara
advertisement
হাতে এখনও পাঁচ উইকেট রয়েছে ভারতের ৷ ক্রিজে অপরাজিত অজিঙ্ক রাহানে (৪২) এবং ঋদ্ধিমান সাহা (১৭)৷ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৯৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেটে ৩৫৮৷
১৫৮ রান করার পর অবশ্য আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার৷ এখনও পর্যন্ত রাহুলের কেরিয়ারের এটাই সর্বোচ্চ রান ৷১৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে দেড়শো’র গণ্ডি পেরোন রাহুল ৷ পূজারা আউট হওয়ার পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে হাফ-সেঞ্চুরির পার্টনারশিপে দেড়শো রান করেন রাহুল ৷
advertisement
248697.3
বাংলা খবর/ খবর/খেলা/
রাহুলের সেঞ্চুরিতে জামাইকায় চালকের আসনে ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement