Faf du Plessis vs KKR : ভয়ঙ্কর ডু প্লেসিকে থামানোর ব্লু প্রিন্ট প্রস্তুত কেকেআরের! জানলে অবাক হবেন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KKR will look forward to dismiss in form Faf du Plessis early against RCB. ভয়ঙ্কর ডু প্লেসিকে থামানোর ব্লু প্রিন্ট প্রস্তুত কেকেআরের!
#মুম্বই: বুধবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বিরাট কোহলির আরসিবি দলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কেকেআর। প্রথম ম্যাচে বড় রান করেও হেরেছিল আরসিবি। সেখানে চেন্নাই এর বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে কেকেআর। কিন্তু আইপিএলের মঞ্চে প্রতিটা ম্যাচ নতুন চ্যালেঞ্জ, নতুন লড়াই। অতীত পারফরম্যান্স মূল্যহীন। ধারে ধারে আরসিবি অনেক এগিয়ে শাহরুখ খানের দলের তুলনায়। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও একাধিক বড় নাম রয়েছে তাদের।
নতুন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ডু প্লেসি প্রথম ম্যাচেই ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। সাতটি ছক্কা মারেন। বোলারদের নিয়ে ছেলেখেলা করছিলেন। এছাড়াও অনুজ রাওয়াত, প্রাক্তন নাইট দীনেশ কার্তিক, হাসারাঙ্গা রয়েছেন। তবে আরসিবির প্রোফাইল দেখে ভয় পেতে রাজি নয় কেকেআর। নিজেদের টিম মিটিংয়ে ব্রেন্ডন ম্যাকালাম দুটো টার্গেট দিয়েছেন ক্রিকেটারদের।
advertisement
advertisement
Locked and loaded to go tonight. 😎 MATCH DAY MODE 🔛#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvKKR pic.twitter.com/RJkRlsf0uq
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 30, 2022
প্রথমটা আগ্রাসী ক্রিকেট খেলা, দ্বিতীয়টা ডু প্লেসিকে যত সম্ভব তাড়াতাড়ি আউট করা। ম্যাচের ক্লিপিংস দেখে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, উমেশ যাদবদের বুঝিয়েছেন কেকেআর কোচ। ফাস্ট বোলিং এবং স্পিন দুটোই ভাল খেলেন ডু প্লেসি। পায়ের ব্যবহার অসাধারণ। কিন্তু প্রথমদিকে অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে দুর্বলতা রয়েছে।
advertisement
গুড লেন্থ স্পটে বল রাখলে সমস্যা হয় তার। সেটাই করতে হবে উমেশ, টিম সাউদিকে। বোলিং কোচ ভরত অরুণ নেটে বোলারদের নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড নজরকাড়া। তবে ইদানিং স্পিনারদের বিরুদ্ধে বারবার পরাস্ত হয়েছেন কিং কোহলি। তাই তাকে আউট করার দায়িত্ব সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর।
আন্দ্রে রাসেল চাইবেন এমন একটা ম্যাচে জ্বলে উঠবে। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। বল হাতে শেষদিকে নিয়ন্ত্রণ ছিল না তার। কেকেআর ম্যানেজমেন্ট মানছে প্রথম ম্যাচে কিছুটা জড়তা থাকে। কিন্তু যত সময় যাবে ক্রিকেটাররা নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরবেন।
advertisement
আজ তারা ফেভারিট নাকি আন্ডারডগ? এই প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছে না কেকেআর। উল্টোদিকে বিরাট কোহলি, ডু প্লেসির মত তারকা থাকলেও চিন্তিত নয় কলকাতার ফ্র্যাঞ্চাইজি। নিজেদের ক্ষমতায় অগাধ আস্থা দুবারের চ্যাম্পিয়নদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 5:28 PM IST