KKR vs MI: কোনও লড়াই দিতে পারল না কেকেআর, একতরফা ম্যাচ হেলায় জিতে গতবারের প্রতিশোধ নিল মুম্বই

Last Updated:

KKR vs MI IPL 2025: একতরফা ম্যাচে কেকেআরকে হারাল মুম্বই। ১২.৫ ওভারে কেকেআরের দেওয়া ১১৭ রানে টার্গেট পার করে দিল মুম্বই ইন্ডিয়ান্স।

News18
News18
একতরফা ম্যাচে কেকেআরকে হারাল মুম্বই। ১২.৫ ওভারে কেকেআরের দেওয়া ১১৭ রানে টার্গেট পার করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষে ৯ বলে ২৭ রানের মারকাটারি ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৪১ বলে ৬২ করে অপরাজিত থাকেন রিকলটন। ৮ উইকেট ও ৪৩ বল বাকি থাকতে জয় তুলে নিন পাঁচবারের আইপিএল জয়ীরা। কেকেআরকে হারিয়ে আইপিএল ২০২৫-এর প্রথম জয় পেল হার্দিক পান্ডিয়ার দল।
টস জিতে ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলতাতা নাইট রাইডার্স। সুনীল নারিন, কুইন্টন ডিকক, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মনীশ পাণ্ডেরা সকলেই ব্যর্থ। মুম্বইয়ের বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেনি কেউ।
কেকেআরের ব্যাটিংয়ে আংক্রিশ রঘুবংশী ২৬ ও রমনদীপ সিংয়ের ২২ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত। এছাড়া কোনও কেকেআর ব্যাটার ২০-র গন্ডি টপকাতে পারেনি। মুম্বই হয়ে নজর কাড়েন তরুণ পেসার অশ্বিনী কুমার। আইপিএল অভিষেকে ভারতীয় পেসার হিসেব ৪ উইকেট নিয়ে নজির গড়েন তিনি। ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় কেকেআর।
advertisement
advertisement
১১৭ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। বিশেষ করে একের পর এক মারকাটারি শট খেলেন রিকেলটন। ওপেনিং জুটিতে ৪৬ রান করেন তারা। ভাল শুরু করে এদিনও বড় স্কোর করতে পারেননি রোহিত শর্মা। ১৩ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন উইল জ্যাকস।
advertisement
রোহিত আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান রায়ান রিকলটন। মাত্র ৩৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। উইল জ্যাকসের ৪৫ রানের পার্টনারশিপ করেন তিনি। জ্যাকস ১৬ রান করে আউট হওয়ার পর নামেন সূর্যকুমার যাদব। ক্রিজে এসেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন তিনি। ১২.৫ ওভারে জয় পায় মুম্বই। ৬২ ও ২৭ রানে অপরাজিত থাকেন রিকলটন ও সূর্যকুমার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs MI: কোনও লড়াই দিতে পারল না কেকেআর, একতরফা ম্যাচ হেলায় জিতে গতবারের প্রতিশোধ নিল মুম্বই
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement