KKR vs LSG: পুরান-মার্শ-মার্করামদের ব্যাটিং দাপট! কেকেআরকে ২৩৯ টার্গেট দিল এলএসজি

Last Updated:

KKR vs LSG: কেকেআরের ঘরের মাঠে নাইটদের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করল এলএসজি। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডেন মার্করামদের বিধ্বংসী ব্যাটিং। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২৩৯ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিল লখনউ।

News18
News18
কেকেআরের ঘরের মাঠে নাইটদের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করল এলএসজি। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডেন মার্করামদের বিধ্বংসী ব্যাটিং। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২৩৯ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিল লখনউ। এলএসজির হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন নিকোলাস পুরান। এছাড়া মিচেল মার্শ ৮১ ও এডেন মার্করাম ৪৭ রান করেন।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অজিঙ্কে রাহানে। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ ও এডেন মার্করাম। ওভার পিছু কখনও ১০ বা তার বেশি গড়ে রান তুলতে থাকেন দুজন। ওপেনিং জুটিতে ৯৯ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন মার্করাম ও মার্শ।
advertisement
এডেন মার্করাম ২৮ বলে ৪৭ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন ইনফর্ম নিকোলাস পুরান। বিধ্বংসী মেজাজ ব্যাটিং করেন তিনি। মার্শ ও পুরান দলের রান তোলার গতি আরও বাড়িয়ে দেন। নিজের হাফসেঞ্চুরিও পূরণ করেন মিচেল মার্শ। ঝড়ের গতিতে ৭১ রানের পার্টনারশিপ করেন দুজনে। ১৭০ রানে দ্বিতীয় উইকেট পড়ে এলএসজির। ৪৮ বলে ৮১ রান করে আউট
advertisement
advertisement
হন মার্শ।
শেষের দিকে স্লগ ওভারে নিকোলাস পুরান একাই মারকাটারি ব্যাটিং চালিয়ে যান। আবদুল সামাদ মাঝে ৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করে লখনউ সুপার জায়ান্টস। ৩৬ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। ৮টি ছয় ও ৭টি চার মারেন তিনি। ৪ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs LSG: পুরান-মার্শ-মার্করামদের ব্যাটিং দাপট! কেকেআরকে ২৩৯ টার্গেট দিল এলএসজি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement