KKR vs GT: ফের ব্যর্থ কেকেআরের ব্যাটিং, গুজরাতের বিরুদ্ধে লজ্জার হার নাইটদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs GT IPL 2025: ঘরের মাঠে ফের হার কলকাতা নাইট রাইডার্সের। এতদিন একটি জয় ও একটি হার, এইভাবে চলছিল কেকেআর। এবার পরপর দুটি হারের মুখ দেখতে হল নাইটদের।
কলকাতা: ঘরের মাঠে ফের হার কলকাতা নাইট রাইডার্সের। এতদিন একটি জয় ও একটি হার, এইভাবে চলছিল কেকেআর। এবার পরপর দুটি হারের মুখ দেখতে হল নাইটদের। পঞ্জাব ম্যাচের পর ফের একবার ব্যর্থ কলাকাতার ব্যাটিং লাইন। নারিন সহ ৯ জন ব্যাটার খেলিয়েও হল না কোনও লাভ। গুজরাতের বিরুদ্ধে একা লড়াই করলেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। এছাড়া ব্যর্থ সকলেই। ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে কেকেআরের ইনিংস শেষ হল ১৫৯ রানে। ৩৯ রানে জিতে লিগ টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করল গুজরাত টাইটান্স। ৯০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচের সেরা গুজরাত অধিনায়ক শুভমান গিল।
ম্যাচে টস জিতে ঘরের মাঠে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরুটা একটু ধীর গতিতে করেন গুজরাতের দুই ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন। কিন্তু সেট হতেই রানের গতিবেগ বাড়ান দুই তারকা। ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ করেন দুজন। নিজেদের অর্ধশতরানও পূরণ করেন সাই সুদর্শন ও শুমান গিল। ১১৪ রানে প্রথম উইকেট পড়ে গুজরাতের। ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন সাই সুদর্শন। তবে নিজের ইনিংস চালিয়ে যান শুবমান গিল।
advertisement
গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে জোট বেঁধে ঝোড়ো অর্ধশতরানের পার্টনারশিপ করেন জস বাটলার। ৫৫ বলে ৯০ রানের ইনিংস খেলে আউট হন শুবমান গিল। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। রাহুল তেওয়াটিয়া এসে খাতা না খুলেই সাজঘরে ফেরেন। তবে জস বাটলেরের ঝোড়ো ইনিংসের সৌজন্যে দুশো রানের কাছাকাছি পৌছে যায় গুজরাত টাইটান্সের স্কোর। ২৩ বলে ৪১ করে বাটলার ও ৫ বলে ১১ করে শাহরুখ খান অপরাজিত থাকেন।
advertisement
advertisement
কেকেআরের ওপেনি জুটিতে এদিন পরিবর্তন করা হয়। কুইন্টন ডিককের বদলে দলে আসেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যর্থ হন তিনি। ১ রান করেই আউট হন আফগান তারকা। সুনীল নারিন ও অজিঙ্কে রাহানে দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন। কেকেআর অধিনায়ককে এদিন ছন্দে পাওয়া যায়। নারিন ১৭ রান করে আউট হলেও এক ধার খেকে দলকে কার্যত একার হাতে টানেন রাহানে। নিজে হাফ সেঞ্চুরিও করেন। বড় রান পাননি ভেঙ্কটেশ আইয়ারও ১৪ রান করেন তিনি।
advertisement
রাহানে আউট হতেই ফের পুরোপুরে ব্যর্থ হয় কেকেআরের মিডল অর্ডার। একজন অতিরিক্ত ব্যাটার খেলিয়েও কোনও লাভ হয়নি নাইটদের। আন্দ্রে রাসেল ২১, রমনদীপ সিং ১, মইন আলি খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষের দিকে রিঙ্কু সিং ও আংক্রিশ রঘুবংশী চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচ কলকাতার হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে কেকেআর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 11:25 PM IST